Thursday, August 21, 2025

ক্যান্সার সারবে, ‘অন্ধ বিশ্বাসে’ শিশুকে গঙ্গায় ডোবালো পরিবার! মর্মান্তিক পরিণতি

Date:

Share post:

গঙ্গায় ডুব দিলে সেরে যাবে ক্যান্সার। এই অন্ধ বিশ্বাসে ভর করে শিশুকে ডোবানো হয়েছিল গঙ্গায়। তবে অসুস্থ অবস্থায় গঙ্গার হাড়হীম ঠাণ্ডাজলে দীর্ঘক্ষণ ডুবিয়ে রাখায় ঘটনাস্থলেই মৃত্যু হল শিশুর। ঘটনাটি ঘটেছে বুধবার হরিদ্বারের ‘হর কি পৌড়ি’ ঘাটে। মর্মান্তিক এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা এক মিনিটেরও বেশি সময় ধরে জলে ডুবিয়ে রেখেছে ছেলেটিকে। এই ঘটনা দেখে ঘাটে দাঁড়িয়ে থাকা এক যুবক নদী থেকে টেনে তোলে শিশুটিকে। জল থেকে টেনে তোলার সময় ওই যুবকের সঙ্গে হাতাহাতি হয় মহিলার। সূত্রের খবর, কিছু লোক তাকে টেনে বের করার আগে ছেলেটিকে প্রায় তিন থেকে চার মিনিট জলের নিচে রাখা হয়েছিল। তার ফলেই মৃত্যু হয় শিশুটির। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা ছেলেটিকে নিয়ে ঘাটে বসে আছেন এবং হাসছেন এবং বলছেন “ইয়ে বাচ্চা খাড়া হোগা ইয়ে মেরা বচন হ্যায়, মেরি গঙ্গা মাইয়া কা বচন হ্যায় (এই ছেলে উঠে দাঁড়াবে । এটা আমার প্রতিশ্রুতি এবং আমার গঙ্গা মায়ের প্রতিশ্রুতি)।”

মর্মান্তিক এই ঘটনায় হরিদ্বারের অতিরিক্ত এসপি স্বতন্ত্র সিং বলেন, “ওই পরিবার দিল্লির বাসিন্দা। ৫ বছরের ওই শিশুটি রক্ত ও হাড়ের ক্যান্সারে ভুগছিল। দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখানকার ডাক্তাররা জানিয়ে দেন, ছেলেটিকে বাঁচানো যাবে না। শেষ বিকল্প হিসাবে অন্ধ বিশ্বাসে ভর করে শিশুটির পরিবার তাকে হরিদ্বারে নিয়ে আসে। তবে মনে হচ্ছে, ছেলেটিকে এখানে আনার সময়েই সে মারা গিয়েছিল। আমরা পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছি এবং এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যেই। তবে তাদের এখনও আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের সময়, দিল্লি থেকে ওই পরিবার যে গাড়ি ভাড়া করে আনে তার ড্রাইভারও দাবি করে যে ছেলেটি সম্ভবত পথে মারা গিয়েছিল। চালক বলেছে, “ওই পরিবারকে নিয়ে গঙ্গা দর্শনের জন্য আমরা সকালেই দিল্লি থেকে রওনা দিই। গাড়িতে শিশুটির বাবা-মা সহ পাঁচজন ছিলেন। পরিবারের সদস্যের কোলে কম্বলে জড়ানো ছিল শিশুটি।”

spot_img

Related articles

নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

আমার জীবন জনগণের সেবায় নিয়োজিত। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে একজন আইনের ছাত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক প্রথা,...

“ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা নিজেকে প্রমাণ করার ছিল”: জবি জাস্টিন

ইস্টবেঙ্গল (Eastbengal) তাঁকে ছেড়ে দিয়েছিল। একটা সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণ করার। ডুরান্ডের (Durand Cup) সেমিফাইনালেই প্রাক্তন দল ইস্টবেঙ্গলের...

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...