Sunday, May 4, 2025

সাধারণতন্ত্র দিবসে সেজে উঠেছে দিল্লির কর্তব্যপথ, এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে ভারত (India)। দেশের প্রতিটি কোনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে শুরু সেলিব্রেশন। এবারের সাধারণতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজে মহিলা সেনার জয়জয়কার দেখা যাবে রাজধানীতে। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Eamnuel Macron)। ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী শহরকে। দিল্লির কর্তব্যপথে মোতায়েন ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী। আর এদিন সকালে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) থেকে শুরু করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন এক্স হ্যান্ডেলে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান তাঁরা।

নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা। পাশাপাশি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতিও। শুভেচ্ছা জানাতে ভোলেননি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও। ভারতকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্য অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নরেন্দ্র মোদির সঙ্গে তোলা একটি সেলফিও পোস্ট করেছেন তিনি।

ইতিমধ্যে কর্তব্যপথে উপস্থিত হয়েছেন শয়ে শয়ে অতিথি। একাধিক জোনে ভাগ করা হয়েছে এই কর্তব্যপথকে। সাধারণ মানুষ, বিশেষ অতিথিদের জন্য আলাদা আলাদা বসার আয়োজন করা হয়েছে। ইন্টালিজেন্স এজেন্সি, দিল্লি পুলিশ এবং সমস্ত কেন্দ্রীয় সরকারি এজেন্সিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। এদিন প্রথা মেনে গ্যালান্ট্রি পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১১৩২ জনকে এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে ৭৫তম সাধারণতন্ত্র দিবসে।

 

 

 

 

Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...
Exit mobile version