Wednesday, January 14, 2026

ভারতে অলিম্পিকের আয়োজনে ‘পাশে থাকবে’ ফ্রান্স, আশ্বাস ম্যাক্রোঁর

Date:

Share post:

সামরিক সহযোগিতা, শিক্ষাক্ষেত্রে আশ্বাসের পর এবার ক্রীড়াক্ষেত্রেও ভারতের পাশে থাকার বার্তা ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ-র। দেশের ৭৫তম সাধারণতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষ্যে প্রধান অতিথি হিসাবে এসে কার্যত দুই দেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা এতটা বাড়ল, যা আগে অন্য অনেক দেশের ক্ষেত্রেই দেখা যায়নি। সফরের শেষভাগে ভারতকে সাম্প্রতিককালের মধ্যে অলিম্পিক (Olympics) আয়োজনের বিষয়েও পাশে থাকার আশ্বাস দিয়ে গেলেন ফরাসি রাষ্ট্রপতি।

এমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) বছরের শুরুর ভারত সফরে পুরোনো সামরিক চুক্তি নিয়ে আলোচনা হলেও মূলত দুই দেশের অন্যান্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয় দুদেশের পক্ষে। শিক্ষাক্ষেত্রে ভারতের পড়ুয়াদের ফ্রান্সে বিশেষ সুযোগ দেওয়ার কথা নিজেই জানিয়েছেন রাষ্ট্রপতি ম্যাক্রোঁ। এবার দেশের শীর্ষ নেতৃত্বদের সামনে দাঁড়িয়ে খেলাধূলার ক্ষেত্রে দুদেশের সহযোগিতার আশ্বাস দেন ম্যাক্রোঁ। পাশাপাশি ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্স ও প্যারাঅলিম্পিক্সের (Paralympic) আয়োজক হিসাবে আমন্ত্রণ জানান ভারতকে। নিজের এক্স হ্যান্ডেলে জয়পুর ও দিল্লিতে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি দুই বিশ্বমানের প্রতিযোগিতা ও ফ্র্যাঙ্কোফোনি সামিটে আমন্ত্রণ জানান তিনি।

২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে অলিম্পিক আয়োজন করার উদ্যোগ নেওয়ার আশা প্রকাশ করেছিলেন। ম্যাক্রোঁর সফর চলাকালীন দুদেশের প্রধানদের মধ্যে অলিম্পিক্স নিয়ে কথা হয়। যেহেতু এবছরই ফ্রান্স আয়োজন করতে চলেছে পরপর দুটি অলিম্পিক্স, ভারতের পক্ষে সেদেশের প্রস্তুতির বিষয়টি ভালোভাবে জেনে রাখলে পরবর্তীকালে প্রস্তুতিতে সুবিধা হতে পারে।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আহ্বানে একটি নৈশ অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রোঁ জানান, ভারতের সঙ্গে খেলাধূলার ক্ষেত্রে শক্তিশালী সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে তিনি আগ্রহী। ভারতের ২০৩৬ সালের অলিম্পিক্সের আয়োজনের ইচ্ছার কথা জানতে পেরে নিজেই সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের সঙ্গে ক্রীড়াক্ষেত্রে যে কোনও সহযোগিতায় প্রস্তুত ফ্রান্স। ভবিষ্যতে ভারতের অলিম্পিক্সের আয়োজনে পাশে থাকবে ফ্রান্স।

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...