Saturday, August 23, 2025

টাটার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতেই চপার বানাবে এয়ারবাস

Date:

Share post:

এয়ারবাস এবং টাটা গোষ্ঠী যৌথভাবে ভারতের মাটিতেই তৈরি করবে হেলিকপ্টার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরকালে এমনটাই জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ভারতের মাটিতে এই চপার তৈরির উদ্যোগ বিপুল কর্মসংস্থান তৈরি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

শুক্রবার বিদেশ সচিব বিনয়মোহন কোয়াত্রা জানান, ভারত ও ফ্রান্স দুইদেশ যৌথভাবে প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চুক্তি সাক্ষর করেছে। প্রতিরক্ষার পাশাপাশি মহাকাশ গবেষণা, চিকিৎসা গবেষণা নিয়েও চুক্তি সাক্ষর হয়েছে। বিদেশ সচিব জানান, “এইচ১২৫ হেলিকপ্টার তৈরি হবে ভারতে। যা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হবে। ফ্রান্সের বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস ও টাটা গোষ্ঠী যৌথ উদ্যোগে উৎপাদন শুরু করবে। দেশীয় যন্ত্রাংশের সাহায্যেই তৈরি হবে চপার।”

উল্লেখ্য, ইতিমধ্যে দুই সংস্থার মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টাটাগোষ্ঠী ইতিমধ্যে জানিয়েছে, বাণিজ্যিক বিমান এ৩৫০ এবং এ৩২০ তৈরি করবে। পাশাপাশি এগুলি বানানোর উপকরণ সরবরাহ করবে। এমনকী, বায়ুসেনার সি২৯৫ এয়ার ক্রাফটের বিভিন্ন যন্ত্রাংশ একত্রিত করে। এর পাশাপাশি নতুন চুক্তি চূড়ান্ত হওয়ায় ফ্রান্স-ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রুশ নির্ভরতা কাটিয়ে ক্রমশ প্রাশ্চাত্যের ফ্রান্স-সহ একাধিক দেশের উপর আস্থা রাখছে নয়াদিল্লি। ইতিমধ্যে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনা হয়েছে। নয়া এই চুক্তির ফলে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্ক আরও মজবুত হবে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...