Friday, December 5, 2025

“১৮ মাসে বছর!” পুলিশ নিয়োগে গড়িমসিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পুলিশ নিয়োগ বোর্ডের কর্মীদের নতুন নিয়োগে গড়িমসিতে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, “পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড আছে। কিন্তু এদের ১৮ মাসে বছর।” পাশাপাশি সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ কর্মীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “নিয়োগ যখন করেছি, তখন আপনাদের ভবিষ্যতের দায়িত্ব আমাদের।”

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সহযোগী পুলিশকর্মীদের প্রথম রাজ্য সম্মেলন আয়োজিত হয়েছিল ব্যারাকপুর লাটবাগান এসএসএফ সেকেন্ড ব্যাটেলিয়ানের মাঠে। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলার কয়েক হাজার সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, চুক্তিভিত্তিক কর্মীরা। এর পাশাপাশি পুলিশের উচ্চপদস্ত আধিকারিকদের পাশাপাশি ছিলেন অন্যান্য বিভাগের পুলিশ কর্মীরা। এই অনুষ্ঠানেই ফোনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নিচুতলার কর্মীদের একটি অংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড আছে। কিন্তু এদের ১৮ মাসে বছর। নিচুতলার কর্মীদের কাজ করতে এত অনীহা, যে ভীষণ সময় নষ্ট করে। সঙ্গে সঙ্গে কাজটা করলে প্রতি বছর ১০ শতাংশ হোমগার্ড থেকে কনস্টেবলে চলে আসে এবং তাতে পুরো কোটাই শেষ হয়ে যায়।”

এর পাশাপাশি তিনি আরও বলেন, “নিয়োগ যখন করেছি, তখন আপনাদের ভবিষ্যতের দায়িত্ব আমাদের।” সিভিক এবং ভিলেজ পুলিশের আলাদা পোশাক থাকলেও আগামী দিনে সকলকে পুলিশের পোশাক দেওয়া উচিত বলেও এ দিন মন্তব্য করেন মমতা। সিভিক ও ভিলেজ পুলিশের বিভিন্ন দাবিদাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন না পারলেও আগামী ছ’মাসের মধ্যে কিছু টাকা জমিয়ে অবশ্যই কিছু করার চেষ্টা করব।’

spot_img

Related articles

রাশিয়ার সহযোগিতায় ভারতে সবথেকে বড় পারমাণবিক প্রকল্প: ঘোষণা পুতিনের

পারমাণবিক পরীক্ষার কথা ঘোষণা করে সম্প্রতি গোটা বিশ্বকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।...

পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী: সেবাশ্রয়-২ ক্যাম্প থেকে দ্রুত চিকিৎসা

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) স্বপ্নের প্রকল্প সেবাশ্রয়(Sebashray) আবারও প্রমাণ করল—সাধারণ মানুষের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসা...

অগ্নিদগ্ধ অভিনেতা আরিফিন শুভ! দ্রুত আরোগ্য কামনা অনুরাগীদের

শুটিং চলাকালীন ফ্লোরে শট দিতে গিয়ে আচমকাই অগ্নিদগ্ধ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ (Arifin Shuvoo)!তৎক্ষণাৎ তাঁকে চিকিৎসকের কাছে...

ভিন রাজ্যে ট্রফি জয় অব্যাহত ডায়মন্ডহারবারের, শুভেচ্ছা অভিষেকের

কয়েক দিনের ব্যবধানে ফের ট্রফি জিতল ডায়মন্ডহারবারএফসি( Diamond Harbour Football Club)। অসমের ডিগবয়ে বোডোউসা ট্রফি জিতেছে ডায়মন্ডহারবার (...