সংসদের অধিবেশনে বাংলার দাবি নিয়ে সরব হতে তৈরি তৃণমূল, দিল্লি গেলেন অভিষেক

সংসদের বাজেট অধিবেশনে বাংলার দাবি নিয়ে কীভাবে ঝাঁঝ বাড়াবে তৃণমূল (TMC)। সেই রূপরেখা তৈরি। বুধবার দুপুরের বিমানে দিল্লি (Delhi) গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। লোকসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট না হলেও ভোট অন অ্যাকাউন্ট পাশ করাবে। বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অধিবেশ চলবে আগামী ১০ দিন। এই অধিবেশনে একগুচ্ছ বিষয় নিয়ে শাসকদল BJP-কে চেপে ধরবে বিরোধীরা।

একদিকে দেশের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, নিরাপত্তাহীনতা, ধর্মীয় মেরুকরণের রাজনীতির মতো জ্বলন্ত ইস্যু রয়েছে। লোকসভা ভোটের দিকে তাকিয়ে হিন্দুত্বের তাস খেলছে BJP। রামমন্দিরকে হাতিয়ার করে আসন্ন লোকসভা নির্বাচনী বৈতরণী পেরোতে চাইছে গেরুয়া শিবির। এই অবস্থায় এই অধিবেশনে সব বিষয় নিয়ে সুর চড়াবে বিরোধীরা। বাংলার প্রতি বঞ্চনা সহ একাধিক জনবিরোধী ইস্যুতে সরব হবেন তৃণমূলের সাংসদরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেও বেশ কিছু বিষয় বক্তব্য রাখতে পারেন। এর আগেও বাংলার দাবিতে সংসদের অভিবেশনে তাঁর নেতৃত্বে আন্দোলনের সুর চড়িয়েছিল বাংলার শাসদকদল। সংসদের ভিতরে ও বাইরে কেন্দ্রীয় সরকারকে নাস্তানাবুদ হতে হবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই।


Previous articleহেমন্তকে জিজ্ঞাসাবাদের মধ্যেই ‘আজব’ দাবি বিজেপির! মুখ্যমন্ত্রীর ‘পাল্টা চালে’ বড় চাপে ইডি
Next articleমগরাহাটে পূর্ব পুরুষের তৈরি স্কুলের মেধাবী-অভাবী ৫ পড়ুয়াকে বাবার নামাঙ্কিত স্কলারশিপ কুণালের