Friday, December 12, 2025

রামমন্দির নিয়ে রাজনীতি করছে বিজেপি! বাংলার ‘বাঘিনী’ মমতার পাশে দাঁড়িয়ে তোপ কীর্তি আজাদের

Date:

Share post:

বাংলার বকেয়ার দাবিতে রেড রোডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লাগাতার ৪৮ ঘণ্টার ধর্নামঞ্চে শুধু তৃণমূল (TMC) নেতৃত্বও নয়, রাজ্যের বাইরের থেকে অন্যদল বা অরাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। শনিবার, ধর্নামঞ্চে উপস্থিত হন প্রাক্তন ক্রিকেটর তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ কীর্তি আজাদ (Kriti Azad)। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেই গেরুয়া শিবিরকে তুমুল আক্রমণ করলেন প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ। রামমন্দির ইস্যুতে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন তিনি।

১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটদলের খেলোয়াড় কীর্তি (Kriti Azad) সেই উদাহরণ তুলে বলেন, “আমিও বিজেপি করতাম। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে প্রথমবার যখন বিশ্বকাপ জিতেছিলাম, সেই দলে হিন্দু, মুসলমান, শিখ সকলে ছিল। কোনও জাত পাতের ভেদাভেদ ছিল না।“ এরপরেই রামমন্দিরে বিজেপির লোকসভা নির্বাচনের অ্যাজেন্ডা করার তীব্র নিন্দা করেন তৃণমূল সাংসদ। বলেন, “এখন দেশে বিজেপি জাতপাতের রাজনীতি চলছে। আমি সীতার দেশের লোক। আমার থেকে রাম সীতা কে ভালো বোঝে? এরা মহিলাদের কথা বলে কিন্তু সীতার সম্মান দেয় না। জয় সিয়া রাম বলে না।“

রামমন্দির উদ্বোধনে শঙ্করাচার্যদের আপত্তির প্রসঙ্গ তুলে কীর্তি আজাদ জানান, তিনি নিজেও সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী। তাঁর কথায়, “আমাদের সনাতন ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে সমস্ত রং রয়েছে। আমি প্রকৃত হিন্দু হলে সকল ধর্মের মানুষকে সম্মান করবো। শঙ্করাচার্যরা রামমন্দিরের উদ্বোধনে আপত্তি জানিয়েছিলেন বলে, তাঁদের বিরুদ্ধাচরণ করেছে। বিজেপি রামমন্দিরের নামে রাজনৈতিক কর্মসূচি করেছে।“

তৃণমূল সভানেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের- জানান কীর্তি আজাদ। বলেন, “দিদির সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো। উনি যখন সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে সংসদে এসেছিলেন তখন আমার বাবা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। দিদিকে দেখেই বাবা বলেছিলেন অনেক দূর যাবে। দিদি হলেন বাঘিনী।“

spot_img

Related articles

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...

যৌনপল্লির মহিলাকে বাড়িতে আনতে বাধা: মাকে মারধর-নগ্ন ভিডিও তুলে পতিতাপল্লিতে রেখে এলেন যুবক

যৌনপল্লির (Brothel Home) মহিলাকে বাড়িতে চায় পুত্র। সেই ইচ্ছেয় সম্মতি না দেওয়ায় মা-কে বেদম মারধর করার অভিযোগ উঠল...

MGNREGA থেকে PBGRY: নাম বদল মোদি সরকারের, ‘মহাত্মা’ শব্দ বাদের তীব্র বিরোধিতা কুণালের

১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। বঞ্চিত বাংলা। সেই টাকা দেওয়ার নাম নেই উল্টে বাংলাকে আপমান করতে MGNREGA...

তিনবারের মোদি জমানায় প্রথমবার জনগণনা: খরচ হবে ১১ হাজার কোটি

প্রথমবার জনগণনা করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। এতদিনে সম্মতি মিলিছে মন্ত্রিসভার। তবে তা শুরু হতেই এখনও একবছরের বেশি...