বাংলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাকে জাতীয় ইস্যু করে রাজনীতির কারবার শুরু করেছিল বিজেপি। দাবি করা হয়েছিল, বাজির আড়ালে বোমা কারখানা। এনআইএ ও সিবিআই তদন্তের দাবিও করে ঘোলা জলে মাছ ধরতে নামা বিজেপি। এবার বাংলার চেয়েও ভয়াবহ বিস্ফোরণ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের বাজি কারখানায়? অন্তত ৬ জনের মৃত্যু, আহত ৩০, আশেপাশের ৩০ টি বাড়ি ভস্মীভূত! তাহলে এবার কী এনআইএ তদন্ত হবে এই ঘটনায়? দুর্ঘটনা নিয়ে রাজনীতির কারবার করা বিজেপির উদ্দেশ্যে এই প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

মধ্যপ্রদেশের হরদা জেলার বৈরাগড়ের এক বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে মঙ্গলবার সকালে। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার সময়ে ওই কারখানায় অন্তত ১০০ জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্য থেকে ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন অন্তত ৩০ জন আহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। কারখানার ভিতরে এখনও বহু শ্রমিক আটকে রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও সরকারি নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠছে। বিস্ফোরণের জেরে আশেপাশের অন্তর ৬০ টি বাড়িতে আগুন ধরে যায় দ্রুত উদ্ধার করা হয় সেই সব বাড়ির বাসিন্দাদের। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মর্মান্তিক এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পর বঙ্গ রাজনীতির ‘ধান্ধাবাজ দল’ বিজেপিকে অতীত স্মরণ করালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অতীতের প্রসঙ্গ মনে করিয়েই এদিন এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, “কী বিজেপি, জঙ্গিদের কারখানার পেছনে কারা খুঁজতে এবার সিবিআই, এনআইএ তদন্ত হবে তো?”

কী বিজেপি, জঙ্গিদের কারখানার পেছনে কারা খুঁজতে এবার সিবিআই, এনআইএ তদন্ত হবে তো? pic.twitter.com/UpeS7GCCbK
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 6, 2024
উল্লেখ্য, গত বছর মে মাসে পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৩ জনের। বিস্ফোরণে উড়ে গিয়েছিল একটি বাড়ি। মর্মান্তিক সেই ঘটনাকে হাতিয়ার করে রাজনীতির কারবারে নামে বিজেপি। গেরুয়া শিবিরের নেতারা অভিযোগ করে পঞ্চায়েত ভোটের আগে বাজির আড়ালে বোমা তৈরি হচ্ছিল। এমনকি গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানায় বিজেপি। মামলা দায়ের হয় আদালতে। এবার মর্মান্তিক ঘটনার সেই ছবিই ফিরে এল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। ঘটনা আরও ভয়াবহ। অতীতের সেই প্রসঙ্গই এবার বঙ্গ বিজেপি নেতাদের মনে করিয়ে দিল তৃণমূল।
