গুজরাটকে ছাপিয়ে GDPতে ৬ শতাংশের বেশি অবদান বাংলার, রিপোর্ট নীতি আয়োগের

২০২২-২৩ অর্থবর্ষে জাতীয় জিডিপিতে ৬ শতাংশের বেশি অবদান বাংলার। কেন্দ্রের লাগাতার বঞ্চনা সত্ত্বেও অর্থনীতিতে রাজ্যের অগ্রগতি ছাপিয়ে গিয়েছে মোদির রাজ্য গুজরাটকে। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনে বাংলার প্রশংসা করল নীতি আয়োগ। কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, রাজ্যের জিডিপি ১৭.১৯ লক্ষ কোটি টাকা ছুঁয়েছে। শুধু তাই নয়, এক্ষেত্রে ১২ টি গুরুত্বপূর্ণ সামাজিক সূচকের মধ্যে ৯ টিকে ব্যাপক অগ্রগতি হয়েছে পশ্চিমবঙ্গের। ২২.৬২ লক্ষ কোটির অর্থনীতির গুজরাটের থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও দারিদ্র্য দূরীকরণে পশ্চিমের প্রতিপক্ষকে ছাপিয়ে গিয়েছে বাংলা।

সংসদে তৃণমূল সাংসদ দেবের প্রশ্নের উত্তরে নীতি আয়োগের রিপোর্ট তুলে ধরে কেন্দ্রের দাবি, করোনা পরিস্থিতি সামাল দিয়ে রাজ্যের জিডিপির উত্থান প্রশংসনীয়। ২০২১-২২ অর্থবর্ষে রাজ্যের জিডিপি ছিল ১০.৭৬ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবর্ষে ৮.৪১ শতাংশ। সেই জায়গায় গত বছর মোদির ‘মডেল’ গুজরাটের জিডিপি ছিল ৮.৩ শতাংশ। একইসঙ্গে বাংলার এই অর্থনৈতিক উত্থান দেশের সার্বিক জিডিপিতেও বড় অবদান রেখেছে। নীতি আয়োগের রিপোর্ট বলছে, দেশের সার্বিক জিডিপিতে বাংলার অবদান ৬ শতাংশের বেশি।

এছাড়াও বেশ কয়েকটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জিডিপির গড় একাধিক কয়েকটি বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বেশি। যেমন ২০২২-২৩ আর্থিক বছরে, জনপ্রশাসনের ক্ষেত্রে মধ্যপ্রদেশ (১১.২), হরিয়ানা (৯.০), উত্তরাখন্ড (১১.৬) এর তুলনায় পশ্চিমবঙ্গের অবদান ১৪.২ । ওই একই আর্থিক বছরে সাধারণ বাণিজ্য, হোটেল, পরিবহন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জিডিপি অবদান ২২.০, যেখানে মধ্যপ্রদেশের অবদান ১৪.৬, হরিয়ানার ১৯.২, উত্তরাখণ্ডের ২০.১। আর্থিক ক্ষেত্র এবং আবাসনে হরিয়ানা সামান্য এগিয়ে থাকলেও মধ্যপ্রদেশ ও উত্তরাখন্ড অনেকটাই পিছিয়ে। পশ্চিমবঙ্গের অবদান যেখানে ২০.৪, সেখানে মধ্যপ্রদেশ ৮.৩, উত্তরাখন্ড ৮.৪। আলোচ্য চারটি রাজ্যের মধ্যে নির্মাণ ক্ষেত্রে সামান্য এগিয়ে উত্তরাখন্ড (৯), এর পরেই আছে পশ্চিমবঙ্গ (৮.২), মধ্যপ্রদেশ (৭.৫) এবং হরিয়ানা (৭.৩)।