Tuesday, December 2, 2025

Budget: ১০০ দিনের বকেয়া মেটাতে ৩৭০০ কোটি বরাদ্দ, ‘কর্মশ্রী’ প্রকল্পে ৫০ দিন কাজ

Date:

কেন্দ্রের বঞ্চনার জবাবে রাজ্যে ১০০দিনের কাজে বঞ্চিতদের অ্যাকাউন্টে ২১ তারিখ বকেয়া দেবে রাজ্য সরকার। এই ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, রাজ্য বাজেটে তার জন্য বরাদ্দ ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি, নতুন প্রকল্প ‘কর্মশ্রী’-তে ১০০ দিনের পালটা এবার ৫০ দিনের নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার।

রাজ্যের বিভিন্ন জেলার একশো দিনের কাজের বকেয়া মেটাতে বাজেটে মোট ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার সমস্ত জেলাশাসক এবং বিডিওদের নির্দেশ দিয়েছে। ২১ ফেব্রুয়ারির মধ্যেই সেই টাকা বঞ্চিতদের কাছে পৌঁছে যাবে। বাজেট ঘোষণার মাধ্যমে এই খাতে বরাদ্দের পরিমাণ জানিয়ে দেওয়া হল।

এর পাশাপাশি, এদিন রাজ্য বাজেটে নতুন কর্মশ্রী প্রকল্প ঘোষণা করেন চন্দ্রিমা। তিনি জানান, এই প্রকল্পে বছরে ৫০ দিনে কাজ দেওয়া হবে। কেন্দ্রীয় বকেয়া মেটানোর জন্য এদিন বাজেট বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: গঙ্গাসাগর সেতু, শিল্প সেতু থেকে উড়ালপুল! পরিকাঠামো ক্ষেত্রে ঢালাও ঘোষণা বাজেটে

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ৪৮ ঘণ্টা ধর্না দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই তিনি ঘোষণা করেন একশো দিনের কাজের বকেয়া মেটাতে রাজ্য সরকার। সেইমতো নবান্ন কাজ শুরু করেছে। রাজ্যের তরফে সারা বছরে ৫০ দিনের কাজ দেওয়ার জন্য কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেও কেন্দ্রকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী- মত রাজনৈতিক মহলের।

Related articles

বিসিসিআইয়ের মিটিংয়ের আগেই রোহিত-বিরাটের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচক

বুধবার দ্বিতীয়  একদিনের ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই কর্তাদের। কিন্ত...

ফেব্রুয়ারিতে পাওনা টাকা দিয়ে মার্চ মাসে ফেরত! বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা। পাওনা না দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ রাজ্যক শাসকদলের। এই নিয়ে ফের কেন্দ্রের...

চিত্রসাংবাদিকদের নিয়ে জয়ার মন্তব্য অসংবেদনশীল, প্রতিবাদের সরব ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশন

সাংবাদিকদের সঙ্গে জয়া বচ্চনের (Jaya Bachchan) সম্পর্ক কেমন সে কথা গোটা ভারতবর্ষ জানে। কিন্তু মিডিয়ারই এক অনুষ্ঠানে যেভাবে...

বাংলার গৌরবোজ্জ্বল ‘উন্নয়নের পাঁচালি’ গাইলেন ইমন, প্রশংসা মুখ্যমন্ত্রীর

২০২৬ সালেই বাংলায় বিধানসভা ভোট। তোড়জোড় প্রায় শুরু হয়ে গিয়েছে। এদিকে রাজ্যে চলছে এসআইআর। এর মধ্যে ১৫ বছরের...
Exit mobile version