Thursday, August 28, 2025

বিধানসভায় বিজেপি বেনজির ‘অসভ্যতা’! “এটা পার্টি অফিস না”, তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

Date:

বিধানসভায় বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) বাজেট পেশের সময় বেনজির অসভ্যতা বিজেপি (BJP) বিধায়কদের। বারবার তাঁদের তুমুল হৈ হট্টোগোলে বাজেট পড়া বন্ধ করতে হয় চন্দ্রিমার। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Bandapadhyay) বারবার বলার পরেও কাজ না হওয়ায় ধৈর্যের বাঁধ ভাঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিরোধীদলকে তীব্র ভর্ৎসনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা।’’

চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশের শুরু থেকে তীব্র তুমুল চিৎকার শুরু করেন বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়করা। স্পিকার বারবার, তাঁদের বোঝানোর চেষ্টা করেন, যে তাঁদের বলার সময় দেওয়া হবে। কিন্তু তাতেও তাঁরা থামেন না। এক সময় বিরক্ত হয়ে বাজেট পড়া বন্ধ রেখে বসে পড়েন অর্থ প্রতিমন্ত্রী। তাঁদের থামানোর চেষ্টা করেন বিধানসভার স্পিকার।

তার পরেও বিরোধীরা না থামলে উঠে বলতে শুরু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, আপনারা চুপ করুন। এভাবে বিধানসভা চিৎকার করা যায় না। এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা। মুখ্যমন্ত্রী মনে করান, গত সংসদ অধিবেশনে বিজেপি বিরোধীদের কণ্ঠরোধ করতে রেকর্ড সংখ্যক সাংসদকে সাসপেন্ড। কিন্তু মুখ্যমন্ত্রী জানান, সেটা তাঁর করবেন না। তবে বিজেপিকে বাংলা তথা বাঙালি বিরোধী বলে উল্লেখ করে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, বাংলার মানুষ দেখুক, কীভাবে তাঁদের জন্য রাজ্য সরকার কী করছে তা জানতে দিতে চায় না। মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরে কিছুটা গোলমাল থামে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version