Monday, November 10, 2025

দেব-ক্ষোভ! তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান বদল, শঙ্করের জায়গায় রাধাকান্ত

Date:

Share post:

দেবকে নিয়ে অডিও টেপ প্রকাশ। আহত ঘাটালের সাংসদ দীপক অধিকারী (Dipak Adhikari)। শনিবার, দফায় দফায় তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক। রবিবারই সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে শঙ্কর দলুইকে (Shankar Dalui) সরিয়ে দিল তৃণমূল। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে রাধাকান্ত মাইতিকে (Radhakanta Maiti)। এই ঘোষণার পরেই প্রেস বিজ্ঞপ্তি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের তরফে খুশি প্রকাশ করা হয়।

লোকসভা ভোটের মুখেই তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন ঘাটালের সাংসদ। এর মধ্যেই দেবের বিরুদ্ধে একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অডিওতে কণ্ঠস্বর শঙ্কর দলুইয়ের (Shankar Dalui) বলে অভিযোগ করেন অনেকেই। অডিওটির সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হন সাংসদ-অভিনেতা দেব। লোকসভায় ইঙ্গিতপূর্ণ বক্তৃতা ও নিজের ইনস্টা প্রোফাইলে ছবি-সহ ক্যাপশন পোস্ট করেন দেব।

এরপরেই দেবের রাজনৈতিক সন্ন্যাসের জল্পনা জোরাল হয়। এই পরিস্থিতি শনিবার বিকেল ৪টের পরে অভিষেকের সঙ্গে বৈঠক করতে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে যান দেব। প্রায় এক ঘণ্টার বৈঠক সেরে সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ে বাড়ি যান। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে বলা হয়, কয়েকটি জায়গা থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। তবে দুটি বৈঠকের পরে সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেন দেব। বলেন, ‘আমি রাজনীতি ছেড়ে দিলেও রাজনীতি আমাকে ছাড়বে না।’ এর থেকেই এক প্রকার স্পষ্ট হয় যে ঘাটাল থেকেই ফের প্রার্থী হবেন দেব। আর এদিকে রাত পেরোতেই শঙ্কর দলুইকে সরিয়ে দিল তৃণমূল।

আরও পড়ুন: পলিটেকনিকে মহিলা আসন সংরক্ষণ, ভোকেশনাল ট্রেনিং নিয়েও বড় সিদ্ধান্ত রাজ্যের!

পদ থেকে সরে যাওয়ার পরেই অবশ্য পরবর্তী চেয়ারম্যানকে অভিনন্দন জানান শঙ্কর দলুই।  বলেন, “আমি রাধাকান্তবাবুকে অভিনন্দন জানাচ্ছি। নিশ্চই দল ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমার সঙ্গে দলের কোনও কথা হয়নি। যা ভালো ভেবেছে সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। দলের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।“

spot_img

Related articles

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...