পলিটেকনিকে মহিলা আসন সংরক্ষণ, ভোকেশনাল ট্রেনিং নিয়েও বড় সিদ্ধান্ত রাজ্যের!

জেলাভিত্তিক আসন সংরক্ষণের নিয়ম চালু করতে চলেছে সরকার।

পলিটেকনিক কলেজে (Reservation in Polytechnic College) এবার মহিলাদের জন্য আসন সংরক্ষণে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government of West Bengal)। আইটিআই (ITI) এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মহিলাদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে বলে জানা যাচ্ছে। আসলে প্রযুক্তিগত পড়াশোনা বা ট্রেনিং এর ক্ষেত্রে পুরুষদের সংখ্যা বেশি হওয়ার কারণে মহিলাদের নিয়ে কেউ ভাবতে চায় না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা নিজেদের দক্ষতা প্রমাণ করেছে, তাই সেই মেয়েদের আরও উৎসাহ দিতে পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকার।রাজ্যের যে ৩,১৪৭টি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI), পলিটেকনিক কলেজ এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, সেখানে ২০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন মহিলারা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানা যাচ্ছে। প্রযুক্তিগত চাকরির পরিসরে যাতে মহিলাদের সুযোগ বাড়ে সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।

রাজ্যের পলিটেকনিক, আইটিআই এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সব কোর্সেই মহিলাদের এই আসন সংরক্ষণ থাকছে। তবে দ্বিতীয় পর্বের কাউন্সেলিংয়ের পরও যদি আসন ফাঁকা থাকে, তাহলে সেগুলিতে আর এই নিয়ম কার্যকর করা হবে না। সেখানে যোগ্যতার ভিত্তিতে মহিলা পুরুষ নির্বিশেষে যে কেউ ভর্তি হতে পারবেন। পাশাপাশি জেলাভিত্তিক আসন সংরক্ষণের নিয়ম চালু করতে চলেছে সরকার। যে জেলায় সংশ্লিষ্ট পলিটেকনিক কলেজ, আইটিআই এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, সেই জেলার পড়ুয়াদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। বাকি ৫০ শতাংশ আসনে অন্য জেলার পড়ুয়ারা নিয়ম মেনে ভর্তি হতে পারবেন।


Previous articleভিক্ষা করেই লাখ লাখ টাকা! মহিলা ভিক্ষুকের গল্প শুনে চোখ কপালে পুলিশের
Next articleঅনুর্ধ্ব-১৯ ভারতীয় দলকে বিশেষ বার্তা রোহিত-যুবরাজদের