Saturday, January 31, 2026

বাম-বিজেপির চক্রান্তেই অশান্ত সন্দেশখালি! অভিযোগ শিবু হাজরার

Date:

Share post:

সন্দেশখালি যেন ত্রাসের রাজ্য! গত কয়েকদিন ধরে এমন চেহারা তুলে ধরতে চাইছে বিরোধীরা। গভীর রাতে মহিলাদের ডেকে নাকি মিটিং হত! এসব অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। এবার যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদেরই একজন তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা সংবাদমাধ্যমকে জানালেন, “এই সবই বিরোধীদের চক্রান্ত”। তাঁর পাল্টা দাবি, “এই অপপ্রচারে আরও শক্তিশালী হবে তৃণমূল”। শিবু হাজরা (Shibu Hazra) স্পষ্ট জানান, “রাজনৈতিক বৈঠক হত। জোর করে কাউকে আনা হত না”। এইসব অপপ্রচার সিপিএমের (CPIM) প্রাক্তন বিধায়কের চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে শিবু হাজরা বলেন, ‘‘সবই ভিত্তিহীন অভিযোগ। এর নেপথ্যে রয়েছেন সিপিএমের নিরাপদ সর্দার এবং বিজেপির বিকাশ সিংহ। ওঁরা মানুষকে উত্ত্যক্ত করছেন। আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’’

শিবুর কথায়, ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে বুধবার বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। CPIM ও BJP মিলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা গত বাম জমানার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন শিবু হাজরা (Shibu Hazra)। তাঁর অভিযোগ, “বাম জমানায় সন্দেশখালিতে দিনে দুপুরে খুন হত। আমার ওপরেও অনেক অত্যাচার করেছে। সিপিএমের অত্যাচারে আমি বাড়ি ফিরতে পারতাম না।”

আর পড়ুন: অভিষেকের নির্দেশে চোপড়ার মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য! বৃহস্পতিবার রাজভবনে তৃণমূল

মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ নিয়ে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে শিবু বলেন, “আমি কাউকে রাতে ডাকিনি। দলের মিটিং থাকলে খবর দেওয়া হত। সেখানে হাজির হওয়ার জন্য কাউকে কখনও জোর করা হয়নি।”

spot_img

Related articles

বয়স থেকে বাবার নাম: লজিকাল ডিসক্রিপেন্সিতে শুনানি হাজিরা মিমির

বাংলায় যে লজিকাল ডিসক্রিপেন্সির অজুহাত তৈরি করেছে নির্বাচন কমিশন (Election Commission), তার জেরে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি এমনকি...

নন্দনে শুরু চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, আকর্ষণে মেসি–মারাদোনা

কলকাতার নন্দনে (Nandan) আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব...

বাংলাকে ১০ লক্ষ কোটি দেওয়ার দাবি শাহর! শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

ভোট এলেই বাংলার পরিযায়ী বিজেপির রাজনীতিকরা বাংলার বিভিন্ন প্রান্তে এসে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। স্বরাষ্ট্র মন্ত্রী...

বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার: চোট পেয়ে আউট কামিন্স, ব্রাত্য স্মিথও!

অ্যাশেজের সেই পুরনো পিঠের চোটই শেষ পর্যন্ত কাল হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World cup) থেকে ছিটকে গেলেন...