Monday, August 25, 2025

বাম-বিজেপির চক্রান্তেই অশান্ত সন্দেশখালি! অভিযোগ শিবু হাজরার

Date:

Share post:

সন্দেশখালি যেন ত্রাসের রাজ্য! গত কয়েকদিন ধরে এমন চেহারা তুলে ধরতে চাইছে বিরোধীরা। গভীর রাতে মহিলাদের ডেকে নাকি মিটিং হত! এসব অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। এবার যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদেরই একজন তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা সংবাদমাধ্যমকে জানালেন, “এই সবই বিরোধীদের চক্রান্ত”। তাঁর পাল্টা দাবি, “এই অপপ্রচারে আরও শক্তিশালী হবে তৃণমূল”। শিবু হাজরা (Shibu Hazra) স্পষ্ট জানান, “রাজনৈতিক বৈঠক হত। জোর করে কাউকে আনা হত না”। এইসব অপপ্রচার সিপিএমের (CPIM) প্রাক্তন বিধায়কের চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে শিবু হাজরা বলেন, ‘‘সবই ভিত্তিহীন অভিযোগ। এর নেপথ্যে রয়েছেন সিপিএমের নিরাপদ সর্দার এবং বিজেপির বিকাশ সিংহ। ওঁরা মানুষকে উত্ত্যক্ত করছেন। আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’’

শিবুর কথায়, ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে বুধবার বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। CPIM ও BJP মিলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা গত বাম জমানার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন শিবু হাজরা (Shibu Hazra)। তাঁর অভিযোগ, “বাম জমানায় সন্দেশখালিতে দিনে দুপুরে খুন হত। আমার ওপরেও অনেক অত্যাচার করেছে। সিপিএমের অত্যাচারে আমি বাড়ি ফিরতে পারতাম না।”

আর পড়ুন: অভিষেকের নির্দেশে চোপড়ার মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য! বৃহস্পতিবার রাজভবনে তৃণমূল

মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ নিয়ে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে শিবু বলেন, “আমি কাউকে রাতে ডাকিনি। দলের মিটিং থাকলে খবর দেওয়া হত। সেখানে হাজির হওয়ার জন্য কাউকে কখনও জোর করা হয়নি।”

spot_img

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...