বিপিএলে ১০০ ছক্কা মেরে তামিম ইকবালের নয়া রেকর্ড

১০০ ছক্কার মাইলফলক সামনে রেখেই এবারের বিপিএল শুরু করেছিলেন তামিম ইকবাল। আজ ছুঁয়ে ফেললেন তিন অঙ্কের সেই সংখ্যা। ঢাকার বিপক্ষে ৪৫ বলে ৭১ রানের ইনিংসে ৪টি ছক্কা মেরেছেন তামিম। ৪ ছক্কার দ্বিতীয়টিই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ১০০ ছক্কার মাইলফলকে পৌঁছে দেয় তামিমকে।

বিপিএল ইতিহাসে ছক্কায় তামিমের ওপরে আছেন শুধু ক্রিস গেইল। ক্যারিবীয় তারকা বিপিএলে ১৪৩টি ছক্কা মেরেছেন, সেটিও মাত্র ৫২ ইনিংসে। ১০০ ছক্কা পেতে তামিমকে খেলতে হলো ৯৭ ইনিংস। তামিম এবারের বিপিএল শুরু করেছিলেন ৯৩ ছক্কা নিয়ে। প্রথম ৮ ম্যাচে ৬ ছক্কা মেরে সংখ্যাটাকে ৯৯-এ নিয়ে যান এই বাঁহাতি ওপেনার।