ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, ঝুলিতে ৫০০ উইকেট

রাজকোট টেস্টের আগে পর্যন্ত অশ্বিনের ৯৭টি টেস্টে উইকেট সংখ্যা ছিল ৪৯৯। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ১টি উইকেট।

গতকাল থেকে রাজকোটে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪৫ রান করে ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। আর ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ইংরেজরা। ১৫ রানে আউট হন জ্যাক ক্রোলে। জ্যাকের উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। আর এই উইকেট নেওয়ার সুবাদে নজির গড়েন তিনি। টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে ৫০০ উইকেট পেলেন তিনি।

রাজকোট টেস্টের আগে পর্যন্ত অশ্বিনের ৯৭টি টেস্টে উইকেট সংখ্যা ছিল ৪৯৯। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ১টি উইকেট। আর সেটি করতে বেশি সময় লাগলো না অশ্বিনের। জ্যাক ক্রোলের উইকেট নিতেই ৫০০ উইকেটের নজির গড়েন তিনি। আর এর সুবাদে কুম্বলের পর ভারতের দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। অশ্বিন দেশের মাটিতে ৫৮তম টেস্ট খেলে পেলেন ৩৪৭টি উইকেট। ঘরের মাঠে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন কুম্বলে। ৬৩টি টেস্টে সবচেয়ে বেশি ৩৫০টি উইকেট নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। সেখানে দুই নম্বরে রয়েছেন অশ্বিন। ফলে চলতি টেস্টে আর চারটি উইকেট নিলেই, ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে ভারতের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজিরও গড়ে ফেলবেন অশ্বিন।

আরও পড়ুন- প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় নিউজিল্যান্ডের, একাধিক নজির উইলিয়ামসনের