‘উৎসর্গ’: নারকেলডাঙা থানার উদ্যোগে রক্তদান শিবির

নারকেলডাঙা থানার ওসি মৃগাঙ্কমোহন দাসের (Mriganka Mohan Das) উদ্যোগে সেখানে পালিত হল রক্তদান শিবির- 'উৎসর্গ'। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পরেশ পাল (Paresh Paul), তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী সহ বিশিষ্টরাও।

সারাবছরই মানুষের পাশে থাকে তারা। তবে কিছু বিশেষ দিনে সমাজ সেবামূলক কাজে অংশ নেয় কলকাতা পুলিশের অধীনে থাকা বিভিন্ন থানা। শনিবার তেমনই একটা দিন ছিল নারকেলডাঙা থানার ওসি মৃগাঙ্কমোহন দাসের (Mriganka Mohan Das) উদ্যোগে সেখানে পালিত হল রক্তদান শিবির- ‘উৎসর্গ’। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পরেশ পাল (Paresh Paul), তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী সহ বিশিষ্টরাও।

১১২৮তম রক্তদান শিবির অনুষ্ঠিত হল নারকেলডাঙা থানা চত্বরে। উপস্থিত ছিলেন IPS মেহবুব আক্তার, DC-ESD গৌরব লাল, AC অভিজিৎ ঘোষ, মুকুলরঞ্জন ঘোষ, ইস্টার্ন সাবার্বান ডিভিশনের অধীন ছটি থানার ওসি, অ্যাডিশনাল ওসি-সহ অনেকে। এই রক্তদান শিবির করার দায়িত্ব এক একবার একেক থানার উপর পড়ে। ২০২২-এ নারকেলডাঙা থানায় এই রক্তদান শিবির হয়েছিল। তারপরে অবশ্য থানার ওসি বদল হয়েছে। ২৭ জানুয়ারি দায়িত্ব নিয়েছেন মৃগাঙ্কমোহন দাস (Mriganka Mohan Das)। এ ক’দিনের মধ্যেই উদ্যোগ নিয়ে সফলভাবে রক্তদান শিবির আয়োজন করেন তিনি। এদিন ৬৫ জন এই শিবিরে রক্তদান করেন।

তবে শুধু এ ধরনের শিবিরই নয়, সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে নারকেলডাঙা থানা। অনলাইন প্রতারণার বিরুদ্ধে এলাকায় সাইবার ক্রাইম নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়। এছাড়া পিছিয়ে পড়া এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মিলে প্রয়োজনীয় সামগ্রী বিল, অঞ্চলের মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ রেখে ঈদের সময় তাদের ফল-মিষ্টি উপহার, দুর্গাপুজোয় সচেতনতা প্রচার করা হয়। স্থানীয় হাসপাতালগুলিতে ‘ডক্টরস ডে’-তে চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়া হয় বলে জানালেন নারকেলডাঙা থানার ওসি।

Previous article“২০২৯-এ ভারতকে বিজেপি মুক্ত করবে আপ”, আস্থাভোটে জয়ের পর কেজরি
Next articleসিংহীর নাম নিয়েও “নোংরা রাজনীতি”! বিশ্ব হিন্দু পরিষদকে তোপ বনমন্ত্রী বীরবাহার