মার্চেই বাড়বে গরম, দেশ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা!

মার্চ মেসেই টের পাওয়া যাবে মে মাসের গরম। দেশ জুড়ে হিট ওয়েভের সতর্কতা জারি করেছে মৌসম ভবন (Meteorological Department)। আইএমডি জানিয়েছে এল নিনোর (El Nino)কারণে দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ বাড়বে, যার ফলে চলতি মাসেই গ্রীষ্মকালের অনুভুতি বেশ বোঝা যাবে। মৌসম ভবনের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এল নিনোর কারণে কোনও কোনও রাজ্যে স্বাভাবিকের থেকে বেশি দিন গরম থাকবে। গুজরাতের কিছু অংশ কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা সহ উত্তরপ্রদেশে দু সপ্তাহের বেশি সময় ধরে তাপপ্রবাহ চলবে। আগামী ৩ মাস দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে।

পরিবেশ বিজ্ঞানীরা আগেই ‘এল নিনো’র দাপটের কথা বলেছিলেন। তাঁদের পূর্বাভাস ছিল, চলতি বছরে তাপমাত্রা রেকর্ড হারে বৃদ্ধি পাবে। সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। তবে চলতি মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ আনুমানিক গড়ে ২৯.৯ মিলিমিটার হবে। এল নিনো হল প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্রস্রোত। পুবালী বায়ু যখন উল্টো পথে অর্থাৎ পশ্চিমদিক দিয়ে বইতে শুরু করে তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, মায়ানমার—এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। কারণ, বাতাসের প্রবাহ সমুদ্রস্রোতকে পশ্চিমে বয়ে নিয়ে যায়। ফলে পূর্বদিকের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে। এর আগে ২০১৯ সালে উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহ ২৯ মে থেকে ১১ জুন ১৪ দিন বেশি স্থায়ী ছিল।অতীতে ২০১৬ সাল ছিল বিশ্বের উষ্ণতম বছর। ‘এল নিনো’র জেরে দুর্ভোগে পড়তে হয়েছিল ভারতকেও। ২০২৩ সালেও সেই দাপট দেখা গিয়েছে। এই বছরেও সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে সতর্ক করল IMD।


Previous articleবেঙ্গালুরু বিষ্ফোরণে আটক ৪, বাড়ল রাজধানীর নিরাপত্তা
Next articleবাংলার বকেয়া অন্যায়ভাবে কেন আটকেছে দিল্লি? এতদিনে সরব মীনাক্ষি