৩ দিনের মধ্যে চাইতে হবে ক্ষমা! খাড়গে-রমেশকে আইনি নোটিশ পাঠালেন গড়কড়ি

ভাইরাল ভিডিও ক্লিপ নিয়ে বেশ বেকায়দায় কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari)। এবার সেই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় (Social Media) ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ পোস্ট করার অভিযোগে পাল্টা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এবং মুখপাত্র জয়রাম রমেশকে (Jairam Ramesh) আইনি নোটিশ (Legal Notice) পাঠালেন মোদির মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী। আইনি নোটিশে স্পষ্ট অভিযোগ, কংগ্রেসের দলীয় সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশ করা ১৯ সেকেন্ডের ওই ভিডিয়ো ক্লিপটি গড়কড়ির পক্ষে অবমাননাকর। আর সেকারণে তাঁদের জবাবদিহির পাশাপাশি ওই পোস্ট অবিলম্বে ডিলিট করার কথা বলা হয়েছে। ওই ভিডিয়ো ক্লিপটিতে কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘‘গ্রাম দরিদ্র। শ্রমিক এবং কৃষকরা অসুখী। গ্রামে ভালো রাস্তা নেই, পানীয় জল নেই, ভালো হাসপাতাল নেই, ভালো স্কুল নেই!’’ আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জোর বিতর্ক।

এদিকে ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, একটি নিউজ পোর্টালে কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া সাক্ষাৎকার থেকে ১৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপ তৈরি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ভিডিয়ো ক্লিপটিতে কথোপকথনের প্রসঙ্গ এবং আসল অর্থ বিকৃত করা হয়েছে। পাশাপাশি বিভ্রান্তি তৈরি-সহ সম্মানহানির উদ্দেশেই ওই অর্থহীন ভিডিয়ো ক্লিপ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ গড়কড়ির আইনজীবীর। তিনি আইনি নোটিশে স্পষ্ট অভিযোগ করেছেন তিন দিনের মধ্যে ক্ষমা না চাইলে খাড়গে, জয়রামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে।

Previous articleপাখির চোখ আইপিএল, রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি চাইলেন গম্ভীর
Next articleবাংলায় ৪২ আসনের “আবদার” মোদির! ভাষণে ব্যক্তি কুৎসা থেকে বিরত থাকলেন প্রধানমন্ত্রী