নারী দিবসের প্রাক্কালে রাজপথে তৃণমূলের মিছিল। নেতৃত্বে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে পা মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মিছিলের সবচেয়ে বড় চমক রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুমণি অধিকারী। তৃণমূল নেতৃত্বের সঙ্গে হাঁটলেন তিনি। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ছোট্ট বক্তব্য রাখলেন।

মঞ্চ থেকে মুকুটমনি বললেন, শান্তি ও উন্নয়নের স্বার্থেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিনি। তাঁর কথায়,
“আমি আজ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, নদিয়াবাসী বিগত ৫ বছর ধরে কোনওরকম পরিষেবা পায়নি। নদিয়ার শান্তির পরিবেশ এবং রাজনৈতিক হিংসা মুক্ত করতে হবে। সেইসঙ্গে মানুষের পরিষেবা উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকা রেখেছেন তা দেখে এবং অভিষেক বন্দোপাধ্যায় আশীর্বাদধন্য হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।”

তাপস রায়ের হাত ধরে তৃণমূলে ভাঙন ধরিয়েছিল বিজেপি। মুকুটমনিকে দলে টেনে ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতেও বড় ভাঙন। নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুকুটমণির কেন্দ্র মতুয়াদের বড় গড়। ফলে এই দলবদল আগামী ভোটের আগে কিছুটা হলেও চাপ বাড়াবে গেরুয়া শিবিরকে।

আরও পড়ুন- ইডির আপত্তি নাকচ, রেশন মামলায় হলফনামার জন্য রাজ্যকে সময় দিল আদালত

