শিবরাত্রি উপলক্ষ্যে শুক্র-শনি জোড়া তারকেশ্বর স্পেশাল ট্রেন

শুক্রবার মহা শিবরাত্রি (Shiv Ratri) তিথি। বাবা তারকনাথের মাথায় জল ঢালতে ও পুজো দিতে হাজার হাজার তীর্থযাত্রী তারকেশ্বরে (Tarakeswar) ভিড় জমাবেন। ফলে বাড়তি মানুষের ভিড় হবে তীর্থক্ষেত্রটিতে। দূরদূরান্ত থেকে বহু মানুষ তারকেশ্বরে আসেন ট্রেনে চেপে।

তাই যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এক জোড়া হাওড়া-তারকেশ্বর স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শুক্র ও শনিবার হাওড়া ডিভিশনে এই স্পেশাল ট্রেন পরিষেবা পাবেন যাত্রীরা। ট্রেনটি হাওড়া থেকে দুপুর ২টো ৪৫ মিনিটে যাত্রা করবে। বিকেল ৪টে ১৪ মিনিটে তারকেশ্বর পৌঁছবে। ফিরতি পথে তারকেশ্বর থেকে বিকেল ৪টে ৪০ মিনিটে ছাড়বে। হাওড়া স্টেশনে ঢুকবে সন্ধ্যা সওয়া ৬টায়।

 

Previous articleহেফাজতে শেখ শাহজাহান! দফায় দফায় সন্দেশখালি পরিদর্শনে সিবিআই
Next articleভোট বড় বালাই! নারী দিবসে একধাক্কায় ১০০ টাকা রান্নার গ্যাসের দাম কমালেন মোদি