Wednesday, December 24, 2025

বিমান উড়তেই বড়সড় অঘটন! অল্পের জন্য প্রাণ বাঁচল ২৩৫ যাত্রীর

Date:

Share post:

বিমান ছাড়ার কিছুক্ষণের মধ্যে বড়সড় বিপদ। আর তার পরিণতি যে এতখানি ভয়াবহ হবে তা হয়তো কল্পনাও করা যায়নি। বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই খুলে যায় চাকা। আর সেই চাকা গিয়ে পড়ে বিমানবন্দরেই দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর। মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় সেই গাড়ির কাচ। এমনই ঘটনা ঘটল সান ফ্রান্সিসকো থেকে জাপানের উদ্দেশে রওনা দেওয়া ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান। সূত্রের খবর, ওই বিমানে ২৩৫ জন যাত্রী এবং ১৪ জন বিমানকর্মী ছিলেন।

তবে এদিন চাকা খুলে পড়ে যাওয়ার পর গন্তব্যের আগেই নিরাপদে বিমানটিকে অবতরণ করানো হয়। কিন্তু ঘটনায় কেউ আহত না হলেও ঠিক সময়ে বিষয়টি নজরে আসতেই বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ইতিমধ্যে, ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেখানেই দেখা যাচ্ছে, সান ফ্রান্সিসকো বিমানবন্দরের রানওয়ে ধরে ছুটছিল বিমানটি। কিছুক্ষণের মধ্যেই তা উপরে ওঠে। তবে এর কিছুক্ষণের মধ্যেই বিমানের পিছন দিকের একটি চাকা খুলে নীচে পড়ে যায়। চাকা খুলে যাওয়ার পর বিমানটি আর বেশি দূর এগোতে পারেনি।

এরপরই লস অ্যাঞ্জেলসের বিমানবন্দরে বহু চেষ্টার পর অবতরণ করানো হয় বিমান। তবে ঘটনার পর বিমান সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ওই বিমান ২০০২ সালে তৈরি করা হয়েছিল। কিন্তু বিমানে সবরকম প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন এমন কাণ্ড ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অন্য বিমানের বন্দোবস্ত করা হয়।

spot_img

Related articles

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...

এক পাতা পড়তে দিন কাবার,জটিল রোগে আক্রান্ত ‘ধুরন্ধর’ পরিচালক!

বলিউডের দিকে তাকালেই এখন শুধু একটাই আলোচনা-আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' (Dhurandhar)সাফল্য। এমন এক ছবি যা শুধু রণবীর সিংকে...