দিনেদুপুরে ফের শহরে লিফট বিভ্রাট! আলিপুরের প্রশাসনিক ভবনে পা আটকে বিপাকে চম্পাহাটির বাসিন্দা

ফের শহরে লিফট (Lift) বিপর্যয়! ঘটনাকে কেন্দ্র করে বুধবার কর্মব্যস্ত দিনে রীতিমতো শোরগোল পড়ে যায় আলিপুর জেলাশাসক দফতরে (Alipore District Magistrate Ofiice)। সূত্রের খবর, এদিন দুপুরে ট্রেজারি বিল্ডিংয়ে লিফটে উঠতে গিয়ে আচমকাই পা আটকে যায় এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও পরে ঘণ্টা দেড়েকের চেষ্টায় ওই ব্যক্তিকে দমকলবাহিনী (Fire Brigade) উদ্ধার করতে সক্ষম হয় বলে খবর। সূত্রের খবর, চম্পাহাটির (Champahati) ওই বাসিন্দার নাম সাহাবুদ্দিন মোল্লা (Sahabuddin Molla)। এদিন দফতরের ৬ তলায় লিফটে উঠে পা দিয়ে দাঁড় করানোর চেষ্টা করেন তিনি। আর সেই সময় আচমকা বন্ধ হয়ে যায় লিফটের দরজা। এরপরই সাহাবুদ্দিনের পা লিফটের বাইরে ঝুলতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন লিফটে সাহাবুদ্দিনের ডান পা আটকে বাইরের দিকে ঝুলতে থাকে। পরিস্থিতি বেগতিক বুখে প্রথমে লিফট বন্ধ করে পরে দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় সাহাবুদ্দিনকে উদ্ধার করে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক দমকল কর্মী জানান, তাঁর ডান পা লিফটে আটকে ঝুলছিল। তবে সেই অবস্থাতে আটকে পড়েও এতটুকু বিচলিত হননি তিনি। দমকলকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি জলও খেতে চান তিনি। পাশাপাশি সাহাবুদ্দিনের লিফটে আটকে থাকা অবস্থায় অত্যন্ত গরম লাগার কারণে তাঁর জন্য পাখারও বন্দোবস্ত করা হয়।

তবে দমকল কর্মীদের অভিযোগ, এদিন বেশি লোক থাকা অবস্থাতেই সাহাবুদ্দিন লিফটে উঠতে গিয়ে বিপত্তি বাঁধে। বর্তমানে আহত অবস্থায় চম্পাহাটির বাসিন্দাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে খবর। হাঁসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর অবস্থা গুরুতর নয়।

Previous articleইলেক্টোরাল বন্ড থেকে কত ফেরৎ গেল প্রধানমন্ত্রীর তহবিলে, হিসাব দিল SBI
Next articleবিজেপি বিধায়ক কেন বিধানসভায়? CAA নিয়ে মোক্ষম প্রশ্ন তুললেন কুণাল