MYRIAD 24: গতানুগতিকতার বাইরে পড়ুয়াদের প্রতিভা ও সৃজনশীলতার উদযাপন!

কলকাতার বুকে সেন্ট জোয়ান'স স্কুল শিক্ষা জগতের এক উজ্জ্বল নাম। তবে পড়াশনা আর প্রতিযোগিতার ইঁদুর দৌড়ের মাঝেও যেভাবে ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শনের অঙ্গ হিসেবে MYRIAD 24 অনুষ্ঠিত হল তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

স্কুল মানেই শুধু পড়াশোনা নয়। শিক্ষার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা সংস্কৃতিকেও এবার নিজেদের প্রতিভা আর সৃজনশীলতা দিয়ে সকলের সামনে তুলে ধরল সেন্ট জোয়ান’স স্কুল (St Joan’s School)। গত ১৪ মার্চ, বৃহস্পতিবার স্কুলের বার্ষিক অনুষ্ঠান’ MYRIAD 24 দেখতে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। গতানুগতিকতায় হাঁটা নয় বরং চেনা ছন্দের বাইরে গিয়ে ব্যতিক্রমী প্রতিভার পারফরমেন্সে খুশি দর্শক থেকে অতিথি- অভিভাবক সকলেই। MYRIAD 2024 সেন্ট জোয়ান’স স্কুলের শ্রেষ্ঠত্বের প্রতীক। ৬, ৭, ৮, ৯ এবং ১১ গ্রেডের মোট ২৫৬ জন তরুণ প্রতিভা, সাংস্কৃতিক ভাবনার পরিসরে সৃষ্টি করল এমন এক সৃজনশীল উদ্যোগ যা মন ছুঁয়ে গেল সকলের।

কলকাতার বুকে সেন্ট জোয়ান’স স্কুল শিক্ষা জগতের এক উজ্জ্বল নাম। তবে পড়াশনা আর প্রতিযোগিতার ইঁদুর দৌড়ের মাঝেও যেভাবে ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শনের অঙ্গ হিসেবে MYRIAD 24 অনুষ্ঠিত হল তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ও উত্তর পূর্ব ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং, কলকাতায় চিনা ভারপ্রাপ্ত কনস্যুলেট জেনারেল কুইন ইয়ং, EZCC-এর ডিরেক্টর আশিস কুমার গিরি, দমকলমন্ত্রী সুজিত বোস, বিধাননগর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, দেবাশিস সেন, নেভিল ম্যাকনামারা (প্রাক্তন অধ্যক্ষ, সেন্ট জোসেফ স্কুল, বাউবাজার), রেভারেন্ড সিনিয়র শালিনী রোজারিও (প্রাক্তন অধ্যক্ষ, লরেটো ডে স্কুল, এলিয়ট রোড এবং আসানসোল), টেরেন্স আয়ারল্যান্ড (প্রিন্সিপাল, সেন্ট জেমস স্কুল, কলকাতা),এ.কে. রাহা (অবসরপ্রাপ্ত প্রধান বন সংরক্ষক),বিধাননগর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের সদস্য সহ অন্যান্য বিশিষ্টরা। শহরের নানা ইংরেজি মিডিয়াম স্কুলের শিক্ষকরাও অনুষ্ঠান চাক্ষুষ করতে উপস্থিত হন। অনুষ্ঠানকে সফল করতে গত দুসপ্তাহ ধরে নিরলস পরিশ্রম করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। মঞ্চে তাঁদের প্রতিভার উদযাপনে খুশি সকলেই।



Previous articleযোগী পুলিশকে ডোন্ট কেয়ার! সেন্ট্রাল জেলে বসেই ‘দাদাগিরি’ অভিযুক্তের, ভাইরাল ভিডিও
Next articleবাংলায় এক দফা ভোটের দাবি কুণালের