Thursday, August 28, 2025

‘পিচ বদলের কারণেই হারের মুখ দেখেছিলো টিম ইন্ডিয়া’, বিশ্বকাপের ফাইনালে হার নিয়ে বিস্ফোরক অভিযোগ ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের

Date:

২০২৩ একদিনের বিশ্বকাপে ফাইনালে হারের জন্য ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে দুষলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। এক সাক্ষাৎকারে কাইফ বলেন, রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়দের জন্যই গত এক দিনের বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছে ভারতকে। তার মতে ফাইনালে আহমেদাবাদে পিচ পরিবর্তনের কারণেই ফাইনালে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই নিয়ে এক সাক্ষাৎকারে কাইফ বলেন, “ আমি আহমেদাবাদে তিনদিন ছিলাম। স্টেডিয়াম থেকে আমরা সেখান থেকে প্রচুর লাইভ শো করেছি। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় দুজনেই সন্ধ্যায় আসত। পিচের চারপাশে ঘোরাঘুরি করত। ওরা বোঝার চেষ্টা করত এটা কী ধরনের পিচ। রোজ প্রায় আধঘণ্টা থেকে একঘণ্টা সেখানে দাঁড়িয়ে থাকত। টানা তিনদিন এমন ভাবেই চলতে থাকে। টানা তিনদিন এই ঘটনা ঘটল এবং আমি সেই সময়ে পিচের রং পরিবর্তন হতে দেখে ছিলাম। অস্ট্রেলিয়ায় প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক আছে, তাই ভারতীয় দলের মনে হয়েছিল পিচ স্লো করে দেওয়া উচিত। আর সেখানেই টিম ম্যানেজমেন্ট ভুল করেছে। সবাই বলে, পিচ প্রস্তুতকারীই পিচ তৈরি করেন। কেউ কোনও হস্তক্ষেপ করা হয় না। কিন্তু কেউই বলে না, এটা মিথ্যা এবং ভিত্তিহীন।“

এখানেই না থেমে কাইফ আরও বলেন, “ ঘরের মাঠে সবাই সুবিধা নিয়ে থাকে। কিন্তু আমার মনে হয়, ভারতীয় দল সুবিধা নিতে গিয়ে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছিল। মহম্মদ শামি, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব দারুণ ফর্মে ছিল। তাই কোচ ও অধিনায়কের বোলারদের উপর আস্থা বজায় রাখা উচিত ছিল। কিন্তু পিচ বদল করতে গিয়ে ভারতীয় দল ফাইনাল ম্যাচটাই হেরে গেল।”

বিশ্বকাপ ফাইনালের আগে আহমেদাবাদের পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ফাইনালের জন্য নির্দিষ্ট পিচের বদলে আগে ব্যবহৃত একটি পিচে খেলার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল।জানা যায়, ভারতীয় শিবিরের অনুরোধেই নাকি, ফাইনালের কয়েক দিন আগে পিচ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন বিসিসিআই কর্তারা।

আরও পড়ুন- ‘টি-২০ বিশ্বকাপে দলে কোহলিকে চাই’, বিরাটকে নিয়ে জয় শাহকে ফোন রোহিতের : সূত্র

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version