Thursday, December 25, 2025

অভিষেকের সভার পরই দিলীপ ঘোষের রিপোর্ট কার্ড নিয়ে প্রশ্ন তুললেন জুন মালিয়া

Date:

Share post:

লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরেই সমস্ত প্রার্থীরা জোরকদমে প্রচারে নেমে পড়েছেন। একইভাবে প্রচার করছেন জুন মালিয়া। যদিও এই কেন্দ্রে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি বিজেপি সহ বিরোধীরা। আজ, মঙ্গলবার সকালে বাংলার অধিকার যাত্রার সূচনা করে দাঁতন ২নং ব্লকের সাউরি চন্ডী মন্দিরে আশীর্বাদ প্রার্থনা করে প্রচার শুরু করেন জুন।

জেলা সফরে বেরিয়ে সম্প্রতি বেলদায় জুনের সমর্থনে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে বলেছিলেন যে, মেদিনীপুরের ৬.১০ লক্ষেরও বেশি ১০০ দিনের শ্রমিকরা রাজ্য সরকারের মাধ্যমে ২৮২ কোটি টাকার বেশি তাদের বকেয়া মজুরি পেয়েছেন। তাঁর কথায়, “জেলার ১১.৯৯ লক্ষেরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে সহায়তা পেয়েছেন, যেখানে ১৮.২১ লক্ষেরও বেশি মেয়ে কন্যাশ্রী সুবিধাভোগী হয়েছেন। জেলার ৪৭ লক্ষেরও বেশি মানুষ বিনামূল্যে রেশন পেয়েছেন। ৩৮,০০০ এরও বেশি সুবিধাভোগী জয় জোহর প্রকল্পের সুবিধা পেয়েছেন যেখানে ৫৩,০০০ জন উপকৃত হয়েছেন তপশিলি বন্ধু প্রকল্প থেকে। বিজেপির রিপোর্ট কার্ড কোথায়?”

এবার দাঁতনের একটি সভা থেকে তৃণমূল প্রার্থী জুন মালিয়া বলেন “মেদিনীপুরের সাংসদের দায়িত্বের মধ্যে তো এটাও পরে যে, তার লোকসভা কেন্দ্রের মানুষেরা ১০০ দিনের টাকা ও আবাস যোজনার টাকা পাচ্ছে কিনা সেটা দেখার কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। কেন উনি তো দিল্লি গিয়ে নিজের কেন্দ্রের সাধারণ মানুষের বঞ্চনার কথা তুলে ধরতে পারতেন ওনার তো প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকের সাথেই ভালো সম্পর্ক কিন্তু বলেননি কেন? আমি দিল্লিতে আপনাদের সমস্ত বঞ্চনার কথা তুলে ধরব তাই জন্য আমাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছে তা পূরণ করার আপ্রাণ চেষ্টা করবো।”

এদিনের প্রচারে তার সঙ্গে ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে কাছে পেয়ে সেলফি তুলতে ভিড় জমান সাধারণ মানুষ। এরপর তিনি জনসংযোগের জন্য বেছে একটি চায়ের দোকান, যেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জুন।

 

 

spot_img

Related articles

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...