হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে বৃষ্টি ভিজছে তিলোত্তমা (Rainy Kolkata)। গত তিন চার দিন ধরেই সন্ধ্যার পর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। কলকাতার সহ শহরতলীর বিভিন্ন জায়গায়। তবে বুধবার সব রেকর্ড এলোমেলো করে বসন্তের বর্ষা দেখল দক্ষিণবঙ্গবাসী। এরপরই তাপমাত্রার পারদ দেখে চক্ষু চড়কগাছ। মার্চ মাসে এত নিম্নমুখী কলকাতার তাপমাত্রা? ভাবাই যায় না।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে সবথেকে কম তাপমাত্রার রেকর্ড গড়েছে বুধবার। গত ৫৪ বছরে এই সময়ের নিরিখে কলকাতায় দ্বিতীয় সবথেকে কম সর্বোচ্চ তাপমাত্রা এটি। বুধবার কলকাতায় দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.১ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ১৩ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা নেমে ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিসের রেকর্ড বই বলছে, ১৯৭৪ সাল থেকে আজ পর্যন্ত সবথেকে কম দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শুক্রবারের আগে পরিস্থিতির বদল হবে না বলেই মনে করা হচ্ছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ , যা স্বাভাবিক এর থেকে ৫ ডিগ্রি কম।
