Friday, November 14, 2025

ক্ষমার অযোগ্য! হাইকোর্টে জোর করে বিজেপির সভায় ভর্ৎসনা প্রধান বিচারপতির

Date:

কলকাতা হাইকোর্টের কর্মীদের হুমকি দিয়ে জোর করে কোর্টরুম খোলানো, এবং তারপরে রাজনৈতিক দলের মিটিং বসানোর মতো ‘ন্যক্কারজনক’ ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (TS Sivagnanam) তীব্র ভর্ৎসনার মুখে বিজেপি সমর্থক আইনজীবীরা। এজলাসেই কড়া ভাষায় নিন্দা করার পাশাপাশি সন্ধ্যা ৬টায় সব কোর্টরুম বন্ধ করার নির্দেশও দেন। বুধবার হাইকোর্টে দলীয় মিটিং করার দাবিতে তাণ্ডব চালায় বার অ্যাসোসিয়েশনের (Bar Association) সহ সম্পাদক ফাল্গুনি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল আইনজীবী।

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, এটা মেনে নেওয়া যায় না। কোর্টরুমে অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে। বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য কীভাবে একজন কর্মীকে হুমকি দেয়? তারা আদালত খোলে এবং মিটিং সেখানেই হয়। প্রধান বিচারপতির অভিযোগ, প্রায় ৪০ জনের একটি দল হুমকি দেয় আদালতের কর্মীদের। কর্মীরা যেভাবে ভয়ের শিকার হয়েছেন তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এরপরই তিনি নির্দেশ দেন, “আপনাদের মিটিং অন্যত্র করুন”।

কলকাতা হাইকোর্টের কর্মীদের ওপর প্রধান বিচারপতি স্বয়ং কতটা নির্ভরশীল তাও প্রকাশ করেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। বার অ্যাসোসিয়েশনের প্রতি তীব্র ভর্ৎসনার সুরে তিনি বলেন, “এটা ক্ষমার অযোগ্য (unpardonable)। কর্মীদের কীভাবে হুমকি দিতে পারেন? ওঁরা যদি নিরাপত্তার অভাব বোধ করেন আমরা কোথায় যাব? বিভিন্ন সময়ে বন্ধ রাখতে হবে আদালত।” বুধবারের ঘটনায় হাইকোর্টে তাণ্ডব চালানো বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদককেও ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version