বসন্ত উৎসবের প্রাক্কালে রবিস্পন্দনের উদ্যোগ 

বসন্ত উৎসবের প্রাক্কালে কলকাতার বুকে অনুষ্ঠিত হল হাওড়া রবিস্পন্দনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার বিকেলে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমিতা মল্লিক, পীতম সেনগুপ্ত, ড. পূর্ণেন্দু বিকাশ সরকার, এবং স্বপ্না ঘোষাল। সমগ্র অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ডঃ দূর্বা সিংহ রায়চৌধুরী।

শুরুতেই রবীন্দ্রনাথের গান বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করে সংগঠনের শিশুশিল্পীরা। এরপর রবীন্দ্রনাথের কিছু গানের রবীন্দ্রসঙ্গীত হওয়ার আগের বিভিন্ন পরিবেশনা এবং বর্তমান স্বরলিপির রূপের তুলনামূলক আলোচনা করেন পীতম সেনগুপ্ত, রবীন্দ্র গবেষক, প্রাবন্ধিক। সহযোগিতায় ছিলেন অন্যান্য শিল্পীরাও। শেষে ধ্রুব ইনস্টিটিউট অফ ডান্স-এর শিক্ষিকা সায়নী চক্রবর্তীর নৃত্য পরিচালনায় আয়োজিত হয় নটরাজ ঋতুরঙ্গশালা। ভাষ্যপাঠে অংশ নেন কৃত্তিক ঘোষ।

 

Previous articleসরকারি তহবিলেই নির্বাচন চেয়ে এসেছেন তৃণমূলনেত্রী, বন্ড সংক্রান্ত প্রশ্নে স্পষ্ট অবস্থান জানাল তৃণমূল
Next articleপ্রেমিক খুঁজে পেলেন শ্রদ্ধা, রাহুল মোদিকে কি মেনে নিল কাপুর পরিবার!