রঙের উৎসবে (Holi) মাতোয়ারা বাংলা। সোমবার রাজ্যজুড়ে দোল উৎসব (Dol Yatra)পালিত হবে। সেই উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকলেও এমন অনেক কর্মক্ষেত্র আছে যেখানে কিন্তু রংয়ের উৎসবেও কাজে যোগ দিতে হবে কর্মীদের। বিশেষ করে যারা ইমার্জেন্সি সেক্টরে কাজ করেন রঙিন বসন্তে তাঁদের ছুটি নেই। এমনিতেই দোলের দিন যানবাহন কম চলাচল করে, তাই সাধারণ মানুষ অনেকটা ভরসা করেন ট্রেনের উপর। কিন্তু এবার সেখানেও গন্ডগোল। রেল (ER)সূত্রে জানা যাচ্ছে আগামী সোমবার হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে (Howrah and Sealdah Division) ৩০০ ট্রেন বাতিল থাকছে। ফলে ২৫ মার্চ কর্মসূত্রে বা অন্য প্রয়োজনে যাঁরা বাড়ি থেকে বেরোবেন তাঁদের দুর্ভোগের শেষ নেই।

দোলের দিনের পরিস্থিতি বিচার করে শিয়ালদহ ডিভিশনে ২৩৪টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। পাশাপাশি ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া শাখায়। পূর্ব রেল সুত্র জানা যাচ্ছে শিয়ালদহ -বর্ধমান, রানাঘাট, গেদে, শান্তিপুর বারাকপুর, বারুইপুর,সোনারপুর, ডানকুনি, ডায়মন্ড হারবার সহ একাধিক রুটের একাধিক ট্রেন বাতিল থাকবে। হাওড়া শাখায় সোমবার প্রায় সব শেওড়াফুলি ও শ্রীরামপুর লোকাল বাতিল থাকছে। হাতে গোনা কয়েকটি ব্যান্ডেল, বর্ধমান (মেইন ও কর্ড শাখা) ও তারকেশ্বর লোকাল চলবে।
