রঙের উৎসবে ঝমঝমিয়ে বৃষ্টি! পশ্চিমি ঝঞ্ঝার জেরে দুর্যোগের অশনি সংকেত

দোলের দিন বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গ। সোমবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে দুটি নতুন পশ্চিমি ঝঞ্ঝার (Western Disturbance) জেরে আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা উত্তর পূর্বের রাজ্যগুলিতে। দুর্যোগ বাড়বে সিকিমেও।

IMD জানিয়েছে আজ থেকেই রাজধানিতে হাওয়া বদলের সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে প্রায় ৩৪ ডিগ্রিতে। কলকাতার তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় বৃষ্টি হবে মঙ্গলবার। দোলের দিন থেকেই কলকাতা সংলগ্ন শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে ভেস্তে যেতে পারে বসন্ত উৎসবের আনন্দ।

Previous articleদোলে দোদুল দোলে, উৎপল সিনহার কলম
Next articleএপ্রিলের শুরুতেই রাজ্যে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!