Tuesday, December 23, 2025

পাহাড়ে EVM-VVPAT পৌঁছতে বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের

Date:

Share post:

কোথাও বুথ পাহাড়ে, কোথাও প্রত্যন্ত অঞ্চলে। ভোট দিতে প্রায় ৬ কিলোমিটার পথ হাঁটতে হয়। কোথাও প্রায় ১০ কিলোমিটার হেঁটেই প্রত্যন্ত পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। রাজ্যের একদম উত্তরের প্রত্যন্ত অঞ্চলের বুধগুলিতে EVM-VVPAT পৌঁছতে বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ওয়াটার প্রুফ ব্যাগে (Waterproof Bag) ভরে সেগুলি পাঠানো হচ্ছে পাহাড়ি বুথে।

আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে তিনটি বুথ- বক্সা দুর্গ, চুনাবতি ও আদামা। এই তিনটি বুথ মিলিয়ে প্রায় ২০০০ ভোটার রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে যদি উচ্চতা দেখা যায় তাহলে প্রায় তিন হাজার ফিট উঁচুতে রয়েছে এই তিনটি বুথ। এই ভোটকেন্দ্রগুলিতে পৌঁছতে বিস্তর ঝক্কি পোহাতে হয় ভোট কর্মীদের। তার সঙ্গে ভোটকর্মীরা সামনাসামনি হোন পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার। সেখানে অনবরত এবং বিভিন্ন সময়ে বৃষ্টির ফলে ভোটের জন্য প্রয়োজনীয় ইভিএম এবং ভিভিপ্যাট (EVM-VVPAT) ক্ষতিগ্রস্ত হওয়ায় সম্ভাবনা দেখা যায়।

এবারে এই প্রথম রাজ্যে অভিনব উদ্যোগ নিল ইলেকশন কমিশন। তাই উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক এবং জেলা নির্বাচনী আধিকারিক আর বিমলার দিকে। ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য বিশেষ ওয়াটারপ্রুফ ব্যাগের (Waterproof Bag) ব্যবস্থা করে দিলেন তাঁরা। এতে ভোটার সরঞ্জাম নিয়ে যাওয়া যাবে বৃষ্টির মধ্যেও খুব সহজে।

আলিপুর দুয়ারের এই বুথগুলির মতো পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে সারা উত্তরাখণ্ডে অনেক বুথ রয়েছে। ফলে এখানেও একই রকম প্রাকৃতিক সমস্যা দেখা যায়, তাই সেখানে আগে থেকেই এই ওয়াটার প্রুফ ব্যাগে ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। এর ফলে শুধুমাত্র ভোটকর্মীরাই উপকৃত হবেন না, তার সঙ্গে এখানকার প্রায় ২০০০ ভোটারও উপকৃত হবেন।






spot_img

Related articles

মানুষের জীবনের মূল্য দিতে হবে, দূষণ নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের

শীতকালে দূষণ দেশের বিভিন্ন রাজ্যেই একটা বড় সমস্যা।  মুম্বইয়ের দূষণ(Maharashtra Pollution) পরিস্থিতি নিয়ে কড়া নির্দেশ বম্বে হাইকোর্টের। দিল্লির...

আর্থিক ভাবে পিছিয়ে পড়া শহরের বাসিন্দাদের বাড়ির জন্য নয়া উদ্যোগ রাজ্য সরকারের

আর্থিক ভাবে পিছিয়ে পড়া শহরের বাসিন্দাদের মাথার উপর নিজস্ব ছাদ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার (West...

প্রত্যন্ত এলাকার মানুষকে শুনানির নোটিশ! হয়রানির প্রতিবাদে কমিশনে তৃণমূল

দ্বীপ এলাকার বাসিন্দাদের নির্বাচন কমিশনের শুনানির জন্য হাজির হতে হবে সরকারি দফতরে। তাও সেটা খুবই সামান্য নামের বানানের...

সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে ১৩ দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালতের

সামশেরগঞ্জে (Samsherganj) হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় দোষী ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা...