Friday, May 23, 2025

পাহাড়ে EVM-VVPAT পৌঁছতে বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের

Date:

Share post:

কোথাও বুথ পাহাড়ে, কোথাও প্রত্যন্ত অঞ্চলে। ভোট দিতে প্রায় ৬ কিলোমিটার পথ হাঁটতে হয়। কোথাও প্রায় ১০ কিলোমিটার হেঁটেই প্রত্যন্ত পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। রাজ্যের একদম উত্তরের প্রত্যন্ত অঞ্চলের বুধগুলিতে EVM-VVPAT পৌঁছতে বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ওয়াটার প্রুফ ব্যাগে (Waterproof Bag) ভরে সেগুলি পাঠানো হচ্ছে পাহাড়ি বুথে।

আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে তিনটি বুথ- বক্সা দুর্গ, চুনাবতি ও আদামা। এই তিনটি বুথ মিলিয়ে প্রায় ২০০০ ভোটার রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে যদি উচ্চতা দেখা যায় তাহলে প্রায় তিন হাজার ফিট উঁচুতে রয়েছে এই তিনটি বুথ। এই ভোটকেন্দ্রগুলিতে পৌঁছতে বিস্তর ঝক্কি পোহাতে হয় ভোট কর্মীদের। তার সঙ্গে ভোটকর্মীরা সামনাসামনি হোন পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার। সেখানে অনবরত এবং বিভিন্ন সময়ে বৃষ্টির ফলে ভোটের জন্য প্রয়োজনীয় ইভিএম এবং ভিভিপ্যাট (EVM-VVPAT) ক্ষতিগ্রস্ত হওয়ায় সম্ভাবনা দেখা যায়।

এবারে এই প্রথম রাজ্যে অভিনব উদ্যোগ নিল ইলেকশন কমিশন। তাই উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক এবং জেলা নির্বাচনী আধিকারিক আর বিমলার দিকে। ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য বিশেষ ওয়াটারপ্রুফ ব্যাগের (Waterproof Bag) ব্যবস্থা করে দিলেন তাঁরা। এতে ভোটার সরঞ্জাম নিয়ে যাওয়া যাবে বৃষ্টির মধ্যেও খুব সহজে।

আলিপুর দুয়ারের এই বুথগুলির মতো পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে সারা উত্তরাখণ্ডে অনেক বুথ রয়েছে। ফলে এখানেও একই রকম প্রাকৃতিক সমস্যা দেখা যায়, তাই সেখানে আগে থেকেই এই ওয়াটার প্রুফ ব্যাগে ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। এর ফলে শুধুমাত্র ভোটকর্মীরাই উপকৃত হবেন না, তার সঙ্গে এখানকার প্রায় ২০০০ ভোটারও উপকৃত হবেন।






spot_img

Related articles

ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি,ডি কর্মীরা: জারি বিজ্ঞপ্তি

চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল শ্রম দফতর (Department of Labour)।...

জাপান সংসদের স্পিকারকে বাংলায় আমন্ত্রণ: দুদিনের সফর শেষে জানালেন অভিষেক

ভারতে সন্ত্রাসবাদ বিরোধী শক্তিকে দমন করতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বের শক্তিধর দেশগুলির সমর্থন আদায়ে উদ্যোগী ভারত। মিত্র দেশগুলিতে ভারতের...

ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রাজ্যের

কৃষকদের ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন (Cold Chain) ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।...

পুলিশ মহলে উৎসাহ জোগাবে: এভারেস্ট জয়ী দেহরক্ষী লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা CP মনোজ বর্মার

মাউন্ট এভারেস্ট জয় করে কলকাতা পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষীকান্ত মণ্ডল (Lakkhikanta Mandol)। লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা জানাতে শুক্রবার...