ভোট প্রচারের মাঝেই হার্দিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন বহরমপুরের তণৃমূল প্রার্থী ইউসুফ পাঠান

হার্দিকের নেতৃত্ব নিয়ে ইউসুফ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ হার্দিকের কৌশল কোনও ভাবেই বুঝতে পারলাম না।

এবারের তিনি একেবারে অন্য মেজাজে। ক্রিকেটের বাইশগজ ছেরে ভোট যুদ্ধে নেমেছেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। প্রথমবার লোকসভা ভোটের প্রার্থী হয়েছেন তিনি । আসন্ন লোকসভা ভোটে বহরমপুরে তৃণমূলের প্রার্থী তিনি। জোর কদমে করছেন নির্বাচনীর প্রচার, আর তারই মাঝে আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুললেন ইউসুফ। প্রশ্ন তুললেন হার্দিকের অধিনায়কত্ব নিয়ে।

হার্দিকের নেতৃত্ব নিয়ে ইউসুফ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ হার্দিকের কৌশল কোনও ভাবেই বুঝতে পারলাম না। কেন একজন স্পিনারকে দিয়ে শেষ ওভার করাতে গেল? হায়দরাবাদ ১১ ওভারে ১৬০-এর উপর রান করে ফেলেছে। বুঝতে পারছি না কেন যশপ্রীত বুমরাহকে দিয়ে এখনও মাত্র একটা ওভার করানো হয়েছে। আপনার সেরা বোলারকে তো এবার আনা উচিত। আমার কাছে এটা খারাপ অধিনায়কত্ব।“

 

ইউসুফ পাঠানের গলায় গলা মিলিয়েছেন তাঁ ভাই ইরফান পাঠানও। ব্যাটার হার্দিককে তোপ দেগে তিনি বলেন, “ গোটা দল ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করছে। সেখানে অধিনায়কের ১০০ স্ট্রাইক রেটে ব্যাট করা একেবারেই মেনে নেওয়া যায় না।।“

আরও পড়ুন- আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারের জন্য ফুটবলারদের কাঠগড়ায় তুললেন স্টিম্যাচ

Previous articleসরকারের পক্ষে বেকারত্বের সমস্যা সমাধান সম্ভব নয়! উপদেষ্টার মন্তব্যে অস্বস্তিতে মোদি
Next articleপাহাড়ে EVM-VVPAT পৌঁছতে বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের