এক দেশ, এক রাজনৈতিক দল! এজেন্সি দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি: বিস্ফোরক মমতা

দেশের গণতন্ত্রকে ধুলিস্যাৎ করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার, কোচবিহারের মাথাভাঙায় থেকে তীব্র আক্রমণ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যাপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিস্ফোরক অভিযোগ,”বিজেপির একটাই নীতি। ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টি।” একই সঙ্গে মোদি সরকার এজেন্সি দিয়ে ভোট করাচ্ছে বলে তোপ দাগেন তৃণমূল সভানেত্রী।

মাথাভাঙার সভা থেকে এদিন বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,”বিজেপির একটাই নীতি। ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টি।” এজেন্সি দিয়ে ভোট করাতে চাইছে মোদি সরকার। লোকসভা ভোটের আগেই বিরোধী নেতা-নেত্রীদের ইডি, সিবিআই, আয়কর দিয়ে হেনস্থা করা হচ্ছে- অভিযোগ অবিজেপি দলগুলির। মমতা বলেন, “ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় এজেন্সি ভয় দেখাচ্ছে। বলছে বিজেপিতে যোগ না দিলে গ্রেফতার হতে হবে।” তৃণমূল সুপ্রিমোর বার্তা, কেউ ভয় পাবেন না। ভয় দেখালে এফআইআর করুন।

আরও পড়ুন: ৫০০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? ‘জুমলা’ বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ অভিষেকের!

তীব্র আক্রমণ করে মমতা (Mamata Banerjee) বলেন, “সিআইএসএফ (CISF), আয়কর (IT), এনআইএ কীভাবে বিজেপির (BJP) ইশারায় মানুষের উপর অত্যাচার করছে। মানুষকে হেনস্থা করছে। নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ, এই বিষয়টি দেখুন।“

এদিনই কোচবিহারে সভা করছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। মাথাভাঙার সভা থেকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “এসে কত কান্নাকাটি করবে দেখবেন। কিন্তু আবাসের টাকা, ১০০ দিনের টাকা কোথায় গেল, সে নিয়ে কিছু বলবে না। মমতার আক্রমণ, কেউটে সাপকে পোষ মানানো যায়, কিন্তু বিজেপি (BJP) পার্টিকে কখনও বিশ্বাস করা যায় না।“




Previous articleআরও বিপাকে শেখ শাহজাহান, দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি
Next articleদিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতে কী বললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র?