কয়েকঘন্টার মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! হাঁসফাঁস গরমে ‘শান্তির বার্তা’ আলিপুরের

হাঁসফাঁস গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। সময় যত গড়াচ্ছে তীব্র দাবদাহে বাড়ির বাইরে পা রাখতে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় সাধারণ মানুষের। এমন দমবন্ধ অবস্থায় রাজ্যবাসীর ক্ষতে প্রলেপ দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তীব্র গরমের মাঝেই অবশেষে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। কলকাতা (Kolkata)-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে। তবে শুধুমাত্র বৃষ্টিই নয়, কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আগাম সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহ জারি থাকবে বলে খবর, বাড়বে আদ্রতাজনিত অস্বস্তিও।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবারই পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের বেশকিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রবি এবং সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর।
তবে শুধুমাত্র কলকাতা বা দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাত থেকেই দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Previous articleরদিল্লি ম্যাচের আগে শক্তি বাড়ালো মুম্বই, দলে যোগ দিলেন সূর্য
Next articleচলতি আইপিএল-এ টানা হার, দিল্লির বিরুদ্ধে নামার আগে পুজো দিলেন মুম্বই অধিনায়ক