Tuesday, August 12, 2025

চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া! আজ বাঁকুড়ার রাইপুরে নির্বাচনী সভা মমতার

Date:

Share post:

খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে দুর্গাপুর (Durgapur) থেকে পুরুলিয়া (Purulia) গাড়িতেই যাতায়াত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ দুর্গাপুরের হোটেল থেকে গাড়িতে পুরুলিয়া রওনা দেন তিনি। পুরুলিয়ার হুড়ায় সভা শেষ করে ফের বিকেল সাড়ে ৪টে নাগাদ তিনি ফেরেন দুর্গাপুরে। দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর হোটেলের অদূরে গান্ধী মোড় হেলিপ্যাডে প্রস্তুত ছিল হেলিকপ্টার। কিন্তু আবহাওয়া দেখে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার বাঁকুড়ার (Bankura ) রাইপুরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর। আবহাওয়া ঠিক থাকলে সেখানে হেলিকপ্টারেই যাবেন মমতা।

এদিন দুর্গাপুর থেকে বড়জোড়া, বেলিয়াতোড়, বাঁকুড়ার হেভিরমোড়, ধলডাঙা, পুয়াবাগান হয়ে ৬০-এ জাতীয় সড়ক ধরে পুরুলিয়ায় যায় মুখ্যমন্ত্রীর কনভয়। নেত্রী সড়কপথে আসছেন খবর পেয়ে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে জমায়েত করেন দলের নেতা-কর্মীরা। বড়জোড়ায় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন এলাকার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। বেলিয়াতোড়ে ছিলেন তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। বাঁকুড়ার হেভিরমোড়ে হাজির ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক তথা বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী, দলের জেলা চেয়ারম্যান অলোকা সেন মজুমদার, মহিলা সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত। তবে মাঝপথে কোথাও দাঁড়ায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এদিকে, বুধবারই জঙ্গলমহলের রাইপুর সবুজ সঙ্ঘের মাঠে বাঁকুড়া কেন্দ্রের জোড়াফুল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা করবেন তৃণমূল নেত্রী।


বাঁকুড়ায় গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে রবিবার তা নেমে যায় ৩৫ ডিগ্রিতে। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, এদিন সভাস্থলে মাথার উপর বড় ছাউনি থাকছে। বিভিন্ন জায়গায় রাখা থাকবে জলের গাড়ি। জলের পাউচও থাকবে।

spot_img

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...