Tuesday, November 4, 2025

চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া! আজ বাঁকুড়ার রাইপুরে নির্বাচনী সভা মমতার

Date:

Share post:

খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে দুর্গাপুর (Durgapur) থেকে পুরুলিয়া (Purulia) গাড়িতেই যাতায়াত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ দুর্গাপুরের হোটেল থেকে গাড়িতে পুরুলিয়া রওনা দেন তিনি। পুরুলিয়ার হুড়ায় সভা শেষ করে ফের বিকেল সাড়ে ৪টে নাগাদ তিনি ফেরেন দুর্গাপুরে। দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর হোটেলের অদূরে গান্ধী মোড় হেলিপ্যাডে প্রস্তুত ছিল হেলিকপ্টার। কিন্তু আবহাওয়া দেখে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার বাঁকুড়ার (Bankura ) রাইপুরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর। আবহাওয়া ঠিক থাকলে সেখানে হেলিকপ্টারেই যাবেন মমতা।

এদিন দুর্গাপুর থেকে বড়জোড়া, বেলিয়াতোড়, বাঁকুড়ার হেভিরমোড়, ধলডাঙা, পুয়াবাগান হয়ে ৬০-এ জাতীয় সড়ক ধরে পুরুলিয়ায় যায় মুখ্যমন্ত্রীর কনভয়। নেত্রী সড়কপথে আসছেন খবর পেয়ে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে জমায়েত করেন দলের নেতা-কর্মীরা। বড়জোড়ায় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন এলাকার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। বেলিয়াতোড়ে ছিলেন তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। বাঁকুড়ার হেভিরমোড়ে হাজির ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক তথা বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী, দলের জেলা চেয়ারম্যান অলোকা সেন মজুমদার, মহিলা সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত। তবে মাঝপথে কোথাও দাঁড়ায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এদিকে, বুধবারই জঙ্গলমহলের রাইপুর সবুজ সঙ্ঘের মাঠে বাঁকুড়া কেন্দ্রের জোড়াফুল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা করবেন তৃণমূল নেত্রী।


বাঁকুড়ায় গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে রবিবার তা নেমে যায় ৩৫ ডিগ্রিতে। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, এদিন সভাস্থলে মাথার উপর বড় ছাউনি থাকছে। বিভিন্ন জায়গায় রাখা থাকবে জলের গাড়ি। জলের পাউচও থাকবে।

spot_img

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...