Saturday, November 22, 2025

জোর করে হিন্দুদের ধর্মান্তরকরণ! টিপু সুলতানের ‘ইতিহাস’ বদলাতে চেয়ে বিতর্কে ওয়েনাড়ের বিজেপি প্রার্থী

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে ফের নাম বদলের রাজনীতি করে বিপাকে কেরলের বিজেপি সভাপতি (Kerala BJP president)। নাম বদলের রাজনীতি মোদি সরকারের এই প্রথম নয়, বিশেষ করে সময় যত গড়াচ্ছে দেশের ইতিহাস বদলাতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের মোদি সরকার। এবার ভোটের মুখে টিপু সুলতানের (Tipu Sultan) সেনাঘাঁটির শহরের নাম বদলের দাবি তুললেন কেরলের বিজেপি সভাপতি তথা ওয়েনাড়ের (Waynad) কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বী কে সুরেন্দ্রন (K Surendran)। ইতিমধ্যে তাঁর মন্তব্যকে ঘিরে শুরু জোর বিতর্ক।


সুরেন্দ্রেন বৃহস্পতিবার ভোটপ্রচারে বলেন, ‘‘এ বার ভোটে জিতলে আমি ওয়েনাড়ের অন্তর্গত টিপু সুলতানের সেনাঘাঁটি সুলতান বাথেরি শহরের নাম বদলে গণপতি ভাত্তম করে দেওয়ার প্রস্তাব দেন। এরপরই টিপু সুলতানকে নিশানা করে ওয়েনাড়ের বিজেপি প্রার্থীর মন্তব্য, উনি ওয়েনাড়ের লক্ষ লক্ষ হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করেছিলেন। যদিও কংগ্রেসের সহযোগী আইইউএমএল নেতা কেপি কুনহোলিকুট্টি বৃহস্পতিবার সুরেন্দ্রনের বক্তব্যের সমালোচনা করে বলেন, কেরলের মাটিতে এমন রাজনীতি চলে না। কোনও জায়গার নাম জোর করে বদলে ফেলা যায় না।

মহীশূরের সুলতান টিপু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য পশ্চিমঘাট পর্বতের কিডঙ্গানাথে তাঁর গোলন্দাজ বাহিনীর একটি ঘাঁটি তৈরি করেছিলেন। কামান ও গোলা মজুতের এ ধরনের ঘাঁটিকে ব্যাটারি বলা হয়। ব্রিটিশরা সেকারণেই জায়গাটির নাম দিয়েছিল সুলতানস ব্যাটারি। পরবর্তী কালে যা স্থানীয় ভাষায় সুলতান বাথেরি নামে পরিচিত হয়ে ওঠে। উল্লেখ্য গত বছর কর্নাটকে বিধানসভা নির্বাচনের আগে এই টিপু সুলতান বিতর্কে ধোঁয়া দিয়ে কংগ্ৰেসকে ‘হিন্দুবিরোধী’ বলে আক্রমণ করে গেরুয়া শিবির। বছর ঘুরতেই সেই টিপু সুলতান বিতর্কে হাত শিবির এখন কী পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে।

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...