নির্বাচন বিধি চলাকালীন কেন্দ্রীয় এজেন্সির প্রতিহিংসামূলক আচরণ, কমিশনে তৃণমূল

নির্বাচন বিধি চলাকালীন কেন্দ্রীয় এজেন্সির প্রতিহিংসামূলক আচরণ। নববর্ষের দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর দফতরের তল্লাশি। আয়কর দফতর বিজেপির হয়ে কাজ করছে বলে আগেই তোপ দেগেছিল তৃণমূল। এবার তাঁরা নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ করল। মুখ্য নির্বাচনী আধিকারিকে কপ্টার হানার ঘটনায় চিঠি দিয়েছে তৃণমূল। শাসক শিবিরের দাবি, আয়কর দফতর তার ক্ষমতার অপব্যবহার করছে এবং বিশেষ ক্ষেত্রে অতিসক্রিয়তা দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্য কার্যত বিজেপির সুবিধার্থে কাজ করছে তাঁরা। নির্বাচন কমিশন যাতে বিষয়টিতে হস্তক্ষেপ করে সেই আর্জি জানিয়েছে তৃণমূল। একই সঙ্গে যে আয়কর আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালিয়েছিল তাঁদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানানো হয়েছে।

রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে থাকা অভিষেকের চপারে আয়কর বিভাগের আধিকারিকরা তল্লাশি চালান। তৃণমূলের তরফে জানানো হয়েছে, চপারে থাকা প্রতিটি ব্যাগ, সব নথি খুঁটিয়ে দেখেছে তাঁরা। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এই নিয়ে তাঁরা যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে সেটা আগেই জানানো হয়েছিল। অবশেষে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে আয়কর দফতরের বিরুদ্ধে কমিশনে চিঠি দিল তৃণমূল। এমনকী, কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাধা দেন আয়কর আধিকারিকরা। এ নিয়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসাও হয় তাঁদের। তৃণমূলের অভিযোগ, কপ্টারটিকে বেআইনি ভাবে আটকে রাখার হুমকিও দেন আয়কর দফতরের আধিকারিকরা। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, এনআইএ ডিজি, এসপির বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপি এখন আমার চপারে হানা দেওয়াচ্ছে আয়কর দফতর দিয়ে। জমিদাররা নিজেদের সব ক্ষমতা লাগিয়ে দিতে পারে, তবে বাংলার সহ্যশক্তিকে দমাতে পারবে না।’

আরও পড়ুন- ১৪ গ্যারান্টিই ‘জুমলা’, বিজেপির ‘সংকল্প-পত্র’কে আক্রমণ তৃণমূলের

 

Previous articleজয়ে ফিরলো কেকেআর, লখনৌকে হারালো ৮ উইকেটে
Next articleফাউন্টেন পেনের মহোৎসবে নবীন প্রবীণের ভিড় কলকাতার ICCR-এ!