এটা ট্রায়াল, ফাইনাল এখনও বাকি: বাংলার উন্নয়নের খতিয়ান তুলে অসমে বদলের ডাক

কন্যাশ্রী, রূপশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী- রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পান বাংলার মানুষ। কিন্তু ডবল ইঞ্জিনের অসমে সেসব কোনও সুবিধা নেই। এবার তৃণমূল (TMC) লোকসভা নির্বাচনে ৪টি আসনে প্রার্থী দিয়েছে। জিতলে অসমে আগামী বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দেবে তৃণমূল। সরকার গড়লে বাংলায় যে যে সুবিধা পান, রাজ্যবাসী- তা পাবেন অসমের মানুষও।

অসমে (Assam) লোকসভার প্রচারে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, এই প্রচার আসলে ট্রায়াল। শিলচরের জনসভা থেকে তিনি বলেন, “তৃণমূল এবার অসমে ৪টি আসনে লড়ছে। এটা তো সবে ট্রায়াল দেখছেন। ট্রায়াল দিতে এসেছি। ফাইনাল খেলা এখনও বাকি। আমি আবার আসব।“ শিলচর কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। তাঁর সমর্থনে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, “আপনারা আমাকে জেতান। আমার প্রার্থী রাধেশ্যাম এবং অন্যদের জেতান। আমি কথা দিচ্ছি, বিধানসভায় সব আসনে তৃণমূল প্রার্থী দেবে।“ অসমের বরপেটায় আবুল কালাম আজাদ, লখিমপুরে ঘনকান্ত চুতিয়া এবং কোকড়াঝাড়ে গৌরীশঙ্কর শরণিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। শিলচরের পাশাপাশি অসমের বাকি তিনটি আসনের তৃণমূল প্রার্থীদের হয়েও সমর্থন চান মমতা।






Previous articleসুনীল নারিনকে টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ান টিমে চাইছেন রোভম্যান পাওয়েল
Next articleপ্ররোচনা দিতে কোচবিহার যাচ্ছিলেন রাজ্যপাল, তোপ কুণালের