আদালতের নির্দেশকে বুড়ো আঙুল, রামনবমীর মিছিলে হাওড়া বিজেপি প্রার্থীর নেতৃত্বে অস্ত্র-ডিজে

তলোয়ার হাতে হাওড়ায় হল শোভাযাত্রা। মিছিলে সামিল বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। ছিল বিজেপি জেলা নেতৃত্ব

শর্ত সাপেক্ষে রামনবমীর মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। যেখানে আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে, মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না। বাজানো যাবে না ডিজে। কিন্তু কার্যত আদালতের নির্দেশ উপেক্ষা করেই অস্ত্র হাতে হাওড়ায় হল রামনবমীর মিছিলের আয়োজন করেছিল বিজেপি। তলোয়ার হাতে হাওড়ায় হল শোভাযাত্রা। মিছিলে সামিল বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। ছিল বিজেপি জেলা নেতৃত্ব।
সেই মিছিলেই ধরা পড়ে তলোয়ার হাতে মিছিল করা হয়। রীতিমতো অস্ত্র উঁচিয়েই মিছিলে হাঁটতে দেখা যায়। এমনকি তারস্বরে বাজে ডিজেও।

অন্যদিকে, বীরভূমের সিউড়ি-১ ব্লকের কড়িধ্যা গ্রামে হিন্দু জাগরণ মঞ্চ কর্তৃক আয়োজিত রামনবমীর শোভাযাত্রায় বিজেপির একাধিক নেতাকে দেখা গেল। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। যদিও এবার প্রথম নয়। এই মিছিলেও অস্ত্র হাতে দেখা যায় অনেককে। এদিন সিউড়ির ছোরা গ্রামে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে নাচ।

 

Previous articleরামনবমীর দ্বিপ্রহরে সূর্যের আলো পড়ল রামলালার কপালে!
Next articleসিভিল সার্ভিসে বাংলার গর্ব ওয়ার্শিদ-জয়শ্রীরা, নজির রাখলেন শিক্ষার মানের