পুড়ছে দক্ষিণবঙ্গ, বাঁকুড়া-পুরুলিয়ায় ৪৫ ডিগ্রিতে উঠবে পারদ! কলকাতায় চরম সর্তকতা 

আগামী শুক্রবার পর্যন্ত অবস্থার কোনও পরিবর্তন নেই। রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

রবির প্রখর দাপটে নাজেহাল ছুটির সকাল।পানাগড়ে ৪৫ পার , বাঁকুড়ায় ৪৪ ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে গেল সাত সকালেই। জায়গায় জায়গায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পুরুলিয়ার তাপমাত্রা পৌঁছেছে ৪৩.২ ডিগ্রিতে। হাঁসফাঁস অবস্থা এই জেলায়। বেলা বাড়তেই শুনশান রাস্তাঘাট। কলকাতার তাপমাত্রা ৪১ পেরিয়েছে। শহরতলির বিভিন্ন জেলায় সকাল থেকেই ৩৫-৩৬ ডিগ্রি তাপমাত্রা, ১১টা বাজতে না বাজতেই ৪০ এর দোরগোড়ায় কড়া নাড়ছে। আগামী শুক্রবার পর্যন্ত অবস্থার কোনও পরিবর্তন নেই। রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (alipore weather department) বলছে, চাঁদিফাটা গরমে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে। রবিবারও সোমবার হাঁসফাঁস অবস্থা হবে দক্ষিণবঙ্গের।আবহাওয়া দফতরের তরফে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার বিকেলের পর থেকে উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাতে স্বস্তি মিলবে না।

 

Previous articleলোকসভা ভোটের প্রচারে আজ রানাঘাটে অভিষেক 
Next articleপথ দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন পঙ্কজ ত্রিপাঠি!