Friday, November 14, 2025

‘ওড়িশা ম্যাচে ড্র নয় গোলের জন্য ঝাঁপাবে মোহনবাগান’, হুঙ্কার বাগান কোচের

Date:

আগামিকাল আইএসএল-এর লেগের প্রথম সেমিফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ওড়িশা এফসি। এই ম্যাচের আগে সুখবর বাগান শিবিরে। ১০০ শতাংশ ফিট সাহাল আব্দুল সামাদ। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানান মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস । পাশাপাশি জানান ওড়িশা ম্যাচে ড্র নয় জয়ের জন্য ঝাঁপাবে সবুজ-মেরুন।

মঙ্গলবার ওড়িশা এফসির বিরুদ্ধে আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ। সোমবার একপ্রস্থ অনুশীলনের পরেই দল নিয়ে ভুবনেশ্বর উড়ে যাবেন হাবাস। ফিরতি লেগের ম্যাচটা ২৮ এপ্রিল, যুবভারতীতে। জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন সবুজ-মেরুন মাঝমাঠের অন্যতম সেরা অস্ত্র সাহাল। তারপর থেকেই তিনি মাঠের বাইরে। রবিবার অবশ্য হাবাস স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘সাহাল ১০০ শতাংশ ফিট। মঙ্গলবারের ম্যাচে ওকে শুরু থেকেই খেলাতে পারি।

চলতি মরশুমে মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচ মানেই রোমাঞ্চকর ফুটবল। এএফসি কাপের গ্রুপ লিগে প্রথম সাক্ষাৎকারে ওড়িশাকে ৪-০ গোলে হারিয়েছিল সবুজ-মেরুন। সের্জিও লোবেরার দল পাল্টা দিয়েছিল ফিরতি লেগের ম্যাচটা মোহনবাগানকে ৫-২ গোলে হারিয়ে। আইএসএলের দু’টি ম্যাচই ড্র হয়েছিল। এবার কী হবে। হাবাস বলছেন, ‘‘ওড়িশা শক্তিশালী দল। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও আমরা ইতিবাচক ফুটবল খেলব। লক্ষ্য, ভুবনেশ্বর থেকে জিতে ফেরা। যাতে ঘরের মাঠে ফিরতি লেগে আমার ফুটবলাররা খোলা মনে খেলতে পারে।’’ বাগান কোচের বাড়তি সংযোজন, ‘‘অতীতে কী হয়েছে, সেটা নিয়ে ভাবছি না। মঙ্গলবারের ম্যাচটায় ফোকাস করছি। আবারও বলছি, জেতার লক্ষ্য নিয়েই ফুটবলাররা মাঠে নামবে। আমাদের প্রধান অস্ত্র পাসিং ফুটবল। সেটার উপর জোর দিয়েই ম্যাচ জিততে চাই।”

প্রতিপক্ষ শিবিরের দুই বিদেশি স্ট্রাইকার রয় কৃষ্ণা এবং দিয়েগো মরিসিওকে সমীহ করছেন হাবাস। তিনি বলছেন, ‘‘ওড়িশা আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। ওদের ফয়োরার্ড লাইন দারুণ শক্তিশালী। তবে আমি নিজের দলের উপরেই ফোকাস রাখছি। ওদের আটকানোর ছক তৈরি রয়েছে। এবার মাঠে নেমে সেই পরিকল্পনাকে সফল করতে হবে।’’ হাবাস আরও বলেছেন, ‘‘লিগ-শিল্ড জয় অতীত। আমাদের ফোকাস ধরে রাখতে হবে। ফুটবলারদের বারবার সতর্ক করছি। আত্মতুষ্টিক কোনও জায়গা নেই। ফুটবলাররাও নিজেদের সেরাটা দিতে তৈরি। সবাই জানে, আমাদের চূড়ান্ত লক্ষ্যপূরণ এখনও হয়নি।”

হাবাসের সঙ্গে সাংবাদিক সম্মলনে এসেছিলেন লিস্টন। চলতি মরশুমে খুব ভাল ফর্মে রয়েছেন সবুজ-মেরুনের গোয়ান উইঙ্গার। শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে অসাধারণ গোল করেছিলেন। লিস্টন বলছেন, ‘‘এটাই আমার সেরা মরশুম। তবে মরশুমের শেষ দিন পর্যন্ত এই ফর্ম ধরে রাখতে চাই। ওড়িশা ম্যাচেও গোল করতে চাই। তবে আমার গোলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সেটা হলেই আমি খুশি। ওড়িশা অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। তবে ওদের সমীহ করলেও ভয় পাচ্ছি না। নিজেদের সেরাটা দিতে পারলে আমরাই জিতব।“

আরও পড়ুন- নজির গড়লেন ভারতীয় গুকেশ ডোম্মারাজু, বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version