Sunday, August 24, 2025

গ্রামের মহিলারা “ভীষণ রিঅ্যাক্ট করছেন”! প্রচারগাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দিলেন কল্যাণ

Date:

কোন্নগরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার গাড়ি থেকে নামিয়ে দেওয়া হল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে (Kanchan Mallik)! বৃহস্পতিবার, সকালে শ্রীরামপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) প্রচারে বেরিয়ে ছিলেন কাঞ্চন। কিন্তু তাঁকে প্রচার গাড়ি থেকে নামিয়ে দেন তৃণমূল প্রার্থী। সংবাদমাধ্যমকে তিনি জানান, তার সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছে না। “আমি ব্যক্তি বিশেষের জন্য নয়, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না।“

এদিন কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে বের হন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্টেশন রোডে তৃণমূল (TMC) পার্টি অফিসের সামনে থেকে প্রচার শুরু হয়। সেখানেই কাঞ্চনকে দেখা যায় হুড খোলা গাড়িতে কল্যাণের পাশে। কিন্তু তাঁকে নিয়ে প্রচার করতে রাজি হননি কল্যাণ। বিধায়ককে নেমে যেতে বলেন। কাঞ্চনও গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান। এই ঘটনায় মনক্ষুণ্ণ কাঞ্চন। এই বিষয়ে কল্যাণকে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে কল্যাণ বলেন, “উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি হননি আমি জানিনা। আমি ওঁকে নিয়ে আগেও প্রচার করেছি। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিঅ্যাক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না।“

এর পরেই কল্যাণের (Kalyan Banerjee) মন্তব্য, “আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে? একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে সেখানে তো করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে তা তো বুঝতে হবে। আমি ব্যক্তি বিশেষের জন্য নয়, আমি সমষ্টিগত মানুষের জন্য।আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না। কোনও ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য।“ পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে এলাকায় প্রচার করেন শ্রীরামপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী।




Related articles

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...
Exit mobile version