গ্রামের মহিলারা “ভীষণ রিঅ্যাক্ট করছেন”! প্রচারগাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দিলেন কল্যাণ

0
1

কোন্নগরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার গাড়ি থেকে নামিয়ে দেওয়া হল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে (Kanchan Mallik)! বৃহস্পতিবার, সকালে শ্রীরামপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) প্রচারে বেরিয়ে ছিলেন কাঞ্চন। কিন্তু তাঁকে প্রচার গাড়ি থেকে নামিয়ে দেন তৃণমূল প্রার্থী। সংবাদমাধ্যমকে তিনি জানান, তার সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছে না। “আমি ব্যক্তি বিশেষের জন্য নয়, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না।“

এদিন কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে বের হন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্টেশন রোডে তৃণমূল (TMC) পার্টি অফিসের সামনে থেকে প্রচার শুরু হয়। সেখানেই কাঞ্চনকে দেখা যায় হুড খোলা গাড়িতে কল্যাণের পাশে। কিন্তু তাঁকে নিয়ে প্রচার করতে রাজি হননি কল্যাণ। বিধায়ককে নেমে যেতে বলেন। কাঞ্চনও গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান। এই ঘটনায় মনক্ষুণ্ণ কাঞ্চন। এই বিষয়ে কল্যাণকে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে কল্যাণ বলেন, “উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি হননি আমি জানিনা। আমি ওঁকে নিয়ে আগেও প্রচার করেছি। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিঅ্যাক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না।“

এর পরেই কল্যাণের (Kalyan Banerjee) মন্তব্য, “আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে? একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে সেখানে তো করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে তা তো বুঝতে হবে। আমি ব্যক্তি বিশেষের জন্য নয়, আমি সমষ্টিগত মানুষের জন্য।আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না। কোনও ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য।“ পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে এলাকায় প্রচার করেন শ্রীরামপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী।