Friday, November 28, 2025

ব্যালটে নয় ইভিএমেই হবে ভোট, বড় রায় দেশের শীর্ষ আদালতের!

Date:

Share post:

বিরোধীদের দাবীকে নস্যাৎ করে ভিভিপ্যাটের ১০০ শতাংশ যাচাই করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দু’বছর ধরে চলতে থাকা মামলার শুনানিতে শুক্রবার রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে(EVM ) পড়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট (VVPAT) ১০০ শতাংশ মিলিয়ে দেখার আর্জি জানিয়ে একাধিক পিটিশন জমা পড়েছিল। কমিশন বলেছিল এই পদ্ধতি কার্যকর করতে গেলে আবার ব্যালট জমানায় পিছিয়ে যেতে হবে এ দিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের তরফে জানানো হয় যে ব্যালটে নয় ইভিএমেই ভোট হবে।

শীর্ষ আদালতের তরফে শুক্রবার নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয় যে ইভিএমে দলীয় প্রতীক বা সিম্বল লোড করার পর তা সিল করে দিতে হবে। এর পাশাপাশি ভোট হয়ে যাওয়ার পর কমপক্ষে দেড় মাস অর্থাৎ ৪৫ দিন ইভিএম-কে সংরক্ষণ করতে হবে। ভিভিপ্যাট ১০০ শতাংশ যাচাই করার আর্জি খারিজ করে দেওয়া হলেও সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে কোনও মেশিনের মাধ্যমে ভিভিপ্যাট স্লিপ গোনা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে হবে। মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত রায় বলেন, ‘বিচার ব্যবস্থা হোক কিংবা আইন অর্থবহ সমালোচনা সব সময় স্বাগত। গণতন্ত্রের তিনটি স্তম্ভের উপর ভরসা রাখা এবং শান্তি বজায় রাখাই মূল উদ্দেশ্য। কোনও ব্যবস্থাকে অন্ধভাবে সন্দেহ করলে সংশয় তৈরি হতেই পারে। তাই ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা আছে। এরপরই তিনি বলেন বিশ্বাস এবং সহযোগিতার উপর ভিত্তি করেই গণতন্ত্রের কণ্ঠকে আরও শক্তিশালী করা সম্ভব।’ এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার বলেন, EVM সবথেকে বেশি সুরক্ষিত। সেই কারণে এই পদ্ধতির পুনরায় যাচাই (VVPAT -EVM tally)করার প্রয়োজনীয়তা নেই। সুপ্রিম কোর্ট সেই কথাকেই মান্যতা দিয়েছে।

 

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...