Wednesday, January 14, 2026

সুযোগ দিলে আগামী দশ বছরে দশ হাজার কোটির কাজ, ডায়মন্ড হারবারকে ‘গ্যারান্টি’ অভিষেকের

Date:

Share post:

নির্বাচনী প্রচারে রাজ্যের বিভিন্ন এলাকা পরে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে গিয়ে রবিবার ব্যবধান বাড়িয়ে পাঁচ লক্ষ করার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনায় ব্যবধান এতটাই হতে পারে বলে আশা প্রকাশ করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সঙ্গে তিনি ‘গ্যারান্টি’ দিয়ে বলেন আবার সুযোগ পেলে দশ হাজার কোটি টাকার কাজ করবেন এলাকার উন্নয়নে। ডায়মন্ড হারবার মডেলকে কীভাবে বিশ্ববন্দিত মডেল করে তুলবেন, সেই পরিকল্পনার কথা রবিবার বজবজের সভা থেকে ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার জনসভা থেকে ডায়মন্ড হারবারে প্রতিদিন কত টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, “সিপিএম প্রার্থী আর বিজেপি প্রার্থী যখন বাড়িতে নিদ্রায় মগ্ন ছিল তখনও ডায়মন্ড হারবারে ১৮৫৪ কোটি টাকার কাজ হয়েছে। আপনারা বাড়িতে দশ বছর ঘুমিয়ে ২৯ হাজার ২০০ ঘণ্টা পার করেছেন। আপনি যখন ঘুমিয়েছেন তখনও প্রতি ঘণ্টায় কাজ হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ টাকার। এটাই ডায়মন্ড হারবার মডেল।”

সেই সঙ্গে বিজেপিকে ভাষা সন্ত্রাস নিয়ে কড়া চ্যালেঞ্জ করেন অভিষেক। তিনি সরাসরি প্রশ্ন করেন, “বিজেপি প্রার্থীকে দাঁড় করিয়ে কটা ব্লক আছে নাম বলতে বলুন। বজবজ, পুজালি, মহেশতলা, ডায়মন্ড হারবারে কটা ওয়ার্ড আছে জিজ্ঞাসা করুন। বলতে পারবে না। ২০টা অঞ্চলের নাম বলতে বলুন বলতে পারবে না। তারা না কি অভিষেক খেঁদাবে। ডায়মন্ড মডেল খেঁদাবে। আমি বলব তিন নম্বরে ছিল তিন নম্বরেই থাকবে।”

তবে ডায়মন্ড হারবারের মানুষের আশীর্বাদেই তাঁদের পরিবারের সদস্য হিসাবে পেয়েছেন বলে দাবি অভিষেকের। তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আজীবন কৃতজ্ঞ থাকার বার্তা দেন। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, “যে ভালোবাসা আমি রাস্তায় পেয়েছি চার লাখের ব্যবধান পাঁচ লাখ হলে আমি আশ্চর্য হব না। আমি কথা দিচ্ছি দশ বছরে ৫,৫৮০ কোটি টাকার কাজ হয়েছে। আগামী দশ বছর যদি মানুষ সুযোগ দেয় আমি দ্বিগুণ আগামী দশ বছরে দশ হাজার কোটি টাকার কাজ ডায়মন্ড হারবারের করে ডায়মন্ড হারবার মডেল সারাদেশ থেকে বিশ্ব দরবারে বিশ্ব বন্দিত কী করে হয়, তার ব্যবস্থা করব। এটা আমার গ্যারান্টি।”

spot_img

Related articles

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...