অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য আর মধুরিমা গোস্বামীর (Anirban Bhattacharya & Madhurima Goswami) ডিভোর্স নিয়ে জোরালো হচ্ছে গুঞ্জন। সত্যিই কি সংসার ভাঙল সেলেব্রেটির দম্পতির? নেটপাড়া উত্তাল। অভিনেতা পরিচালক এই নিয়ে কিছু না বললেও মুখ খুললেন মাইম অভিনেত্রী মধুরিমা। তিনি বলছেন, “এটা যে কেন রটেছে বলতে পারব না। খালি এটুকু বলতে পারি বিষয়টা সত্যি নয়।”

বিয়ের পর থেকেই অনির্বাণের সঙ্গে মধুরিমার কেমিস্ট্রি নিয়ে নেটপাড়ায় নানা আলোচনা। রিসেপশনে অন্যরকম ভাবে সিঁদুর পরে ট্রোলড হতে হয়েছিল মঞ্চের অভিনেত্রীকে। তবে অভিনেতা পরিচালক এই বিষয়টিকে পাত্তা দেননি। সুখেই ছিল সংসার। দেব-আবিরের মতোই তুখোড় মহিলা ফ্যান ফলোয়িং অনির্বাণের। সেই কথা বেশ ভালভাবেই জানেন তাঁর স্ত্রী। তাই ডিভোর্সের ‘গুজব’ নিয়ে এতটুকু বিচলিত না হয়ে মধুরিমার অকপট উত্তর, বিয়েটা ভেঙে গেলে অনেকেই খুশি হবেন। কিন্তু সেটা হচ্ছে না। বিয়ের এত বছর পরও স্বামীকে দাদা বলে সম্বোধন করেন। ইন্ডাস্ট্রি বলছে প্রসেনজিৎ- অর্পিতা, সৌরভ – ডোনার পর আরও এক পাওয়ার কাপল একে অপরকে এভাবে সম্বোধন করেন। অনির্বাণের সঙ্গে সুখে-শান্তিতে সংসার করছেন মধুরিমা। তাঁদের বিবাহবিচ্ছেদ একেবারেই হচ্ছে না। অর্থাৎ জুটিতে দুটিতে চুটিয়ে প্রেম আর সংসার করছেন অনির্বাণ- মধুরিমা।
