Tuesday, January 13, 2026

কেরালায় কুস্তি, এখানে মস্তি! তৃণমূলের ভোট কাটতে নেমেছে কং-বাম: মুর্শিদাবাদে তীব্র আক্রমণ দলনেত্রীর

Date:

Share post:

মুর্শিদাবাদে জোড়া সভা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহেরকে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী রেয়াত হোসেন সরকারের সমর্থনে প্রচার সভা থেকে একতিরে বাম-কংগ্রেসকে বিঁধলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, দুটি সভা থেকে CPIM-Congress-কে তৃণমূলের ভোট কাটুয়া বলে তীব্র আক্রমণ করেন দলনেত্রী। তাঁর কথায়, “মুর্শিদাবাদে কংগ্রেস পাঠিয়েছে সেলিমকে লড়তে যাতে যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট, সেগুলিতে জল ঢেলে বিজেপিকে জেতানো যায়… ভুল করলে কিন্তু হবে না।“

তৃণমূল সুপ্রিমোর কথায়, “যতদিন যাচ্ছে বিজেপির বুক কাম্পছে। গত ২টো ইলেকশনে বিজেপির হাওয়া বেরিয়ে গেছে।“ মমতার কথায়, তৃণমূল ছাড়া দিল্লির সরকার কেউ গড়তে পারবে না। এরপরেই বাম-কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, কেরালায় কুস্তি, এখানে কংগ্রেস-সিপিএমের (CPIM-Congress) মস্তি। মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোটের প্রার্থী সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মমতা (Mamata Banerjee) বলেন, “অন্য রাজনৈতিক দলরা মনে করবেন না সবাই ভালবেসে ভোট দিচ্ছে না। সিপিএমের অত্যাচার ভুলে গেলেন। মুর্শিদাবাদে কংগ্রেস পাঠিয়েছে সেলিমকে লড়তে যাতে যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট, সেগুলিতে জল ঢেলে বিজেপিকে জেতানো যায়….ভুল করলে কিন্তু হবে না।“

তৃণমূল সুপ্রিমো বলেন, যদি মনে প্রাণে চান বিজেপি বিদায় হোক, NRC-CAA-UCC বাতিল হোক তাহলে তৃণমূলকে জেতান। আপনাদের ভোরের ফুল তৃণমূল। মোদিকে তীব্র আক্রমণ করে মমতা বললেন, “রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচারমন্ত্রীর ছবি। ঘুমের মধ্যে ভয় করছে। মানুষ ভয়ে ভয়ে আছে। গায়ের জোরে এনআরসি করতে গিয়েছিল, আমি করতে দিই নি। আমি আটকে রেখছি। ক্যা পাঠিয়েছিল, আমি করতে দিইনি। পরিস্কার বলছি, ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে।“

তীব্র কটাক্ষ করে মমতা বলেন, সিপিএম-কে টাচ করে না বিজেপি। আর বাংলায় সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি। আবার উল্টোটাও সত্যি। এখানে তৃণমূলের লড়াইটা তীব্র। মমতা বলেন, কাটরা মসজিদের ঘটনা মনে আছে! হরিহর পাড়া, সাগরদিঘী সবেতেই আমরা পাশে ছিলাম। রাজ্য সরকার, পরিযায়ীদের শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার ফান্ড তৈরি করেছে।

তৃণমূল সুপ্রিমোর আবেদন, বাংলায় ভোট কাটাকাটি করবেন না। তিনি মনে করিয়ে দেন, ভগবানগোলায় দুটো ভোট- একটি লোকসভা আর একটি বিধানসভা উপনির্বাচন। মমতা বলেন, একটা তৃণমূল, একটা সিপিএম-কে দেবেন না। সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপির সুবিধা না করার বার্তা দেন তৃণমূল সভানেত্রী।

হজযাত্রীদের শুভকামনা জানান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, অনেক পরিকল্পনা করে হজযাত্রার সময়ে বিজেপি এত দফায় ভোট ফেলেছে- যাতে মুসলিমরা ভোট দিতে না পারেন। মমতার আবেদন, ভোট দিয়ে হজযাত্রায় যান। একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে ভোট দেওয়ার পরামর্শ দেন তিনি।




spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...