মাধ্যমিক আর মাদ্রাসা বোর্ডের ফলপ্রকাশের পর এবার পালা ICSE-ISC -এর রেজাল্টের। সোমবার ৬ মে সকাল ১১টায় আইসিএসই (ICSE) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হবে। আনুষ্ঠানিক ঘোষণার পরেই সংশ্লিষ্ট স্কুলগুলিতে মার্কশিট পাঠানো হবে এবং সেখান থেকে পরীক্ষার্থীরা মার্কশিট সংগ্রহ করতে পারবেন।

এবছর আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়েছিল ২৮ মার্চ। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত চলে ISC অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষা। বোর্ডের তরফে বলা হয়েছে www.cisce.org এবং results.cisce.org থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। UID নম্বর দিয়ে রেজাল্ট দেখে ওয়েবসাইট থেকে পিডিএফ ফরম্যাটে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
