মাঝ রাস্তায় হাঁটু পর্যন্ত কাপড় তুলতে হলো! চরম দুর্ভোগে ঋতুপর্ণা 

স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি বাড়লো টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta)। তাপপ্রবাহ কাটিয়ে কালবৈশাখীর মেজাজ ধরা দিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সোমবার সন্ধ্যায় দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগে নাকাল হয়েছেন সাধারণ মানুষ। একই অবস্থা টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর(Tollywood actress Rituparna Sengupta)। হাঁটু জলে কাপড় তুলে রীতিমতো অস্বস্তির মধ্যে রাস্তায় চলতে হলো নায়িকাকে।

মেকআপ ভ্যান থেকে নেমে শুটিংয়ের জায়গায় পৌঁছতেই প্রাণ হাতে বেরিয়ে আসার মতো অবস্থা। সহকারীর হাত ধরে নোংরা জল দিয়ে হেঁটেই শেষ হলো উত্তর কলকাতার লাহা বাড়িতে ‘ম্যাডাম সেনগুপ্ত’র শুটিং পর্ব। গাড়িতে ওঠার সময় ভিডিওটি করা হয়েছে । ঝমঝমিয়ে বৃষ্টির শেষে রাস্তার নোংরা জমা জলে পা ডুবিয়েও পরেও অভিনেত্রীর মনে ভেসে উঠল ‘বর্সো রে মেঘা’! তাই কি instagram হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে ‘রাবণ’ ছবির এই গান ব্যাকগ্রাউন্ডে রাখলেন অভিনেত্রী? ক্যাপশনে ঋতুপর্ণা লিখেছেন, ‘শ্যুটিংয়ের শেষে প্যাক আপ! গতকাল জলমগ্ন রাস্তায়। প্রথম বৃষ্টি’।

 

Previous articleব্রাজিলে ভয়াবহ বন্যা: মৃত ৮৫, গৃহহীন প্রায় দেড় লাখ মানুষ
Next articleআর্থিক চাপে জেরবার দেশ! ফের ভারতীয়দের কাছে কাতর আর্জি মালদ্বীপের