বৃহস্পতির সকালে মেঘ-রোদের খেলা, কমলো দক্ষিণবঙ্গের তাপমাত্রা 

তাপপ্রবাহের (Heatwave innings) রান রেট এক ঝটকায় কমিয়ে দিয়েছে সোমবারে বৃষ্টি। মঙ্গল- বুধে সেভাবে দুর্যোগের দাপট দেখা না গেলেও এক ধাক্কায় অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তীব্র রোদ থেকে রেহাই পাবেন বঙ্গবাসী। আগামী শুক্রবার ফের কালবৈশাখীর (Thunderstrom ) সম্ভাবনা রাজ্যে।

এদিন সকাল থেকেই মেঘলা আকাশ, বেলা বাড়তে রোদের দেখা মিলেছে। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকায় যথেষ্ট ঘাম হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত জল খাওয়া প্রয়োজন। ৪০, ৪১ কিংবা ৪২ ডিগ্রি তাপমাত্রায় অভ্যস্ত হয়ে যাওয়া দেহে আচমটাই সাত থেকে দশ ডিগ্রি পারদ পতনের প্রভাব পড়তে পারে। বৃহস্পতিবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বটে। সকালের দিকে অবশ্য এর কোনও প্রভাব পড়বে না বিকেল বা সন্ধ্যার পর থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের জন্য যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের পূর্বাভাসও রয়েছে। রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।